নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রাইভেটকার ও মোটরসাইকেলের সংঘর্ষে ইব্রাহীম সরকার (৪২) নামে এক কাপড় ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও ৬ জন।
শনিবার (১৭ আগস্ট) বিকাল সাড়ে ৩টার দিকে কাঞ্চন-কুড়িল বিশ্বরোড (তিনশ ফিট) সড়কের ভোলানাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রূপগঞ্জ থানার এসআই শাহজান খান জানান, ঘটনাস্থলে মোটরসাইকেল চালক কাপড় ব্যবসায়ী ইব্রাহীম সরকার নিহত হন। তিনি রাজধানীর খিলক্ষেত থানার কাওলা মধ্যেপাড়া এলাকার সুধন মিয়ার ছেলে। আহত হন মোটরসাইকেল আরোহী আরিফ, প্রাইভেটকারের যাত্রী বাড্ডা থানা আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান, ড্রাইভার জালাল, আশরাফসহ ছয় জন।
আহতদের আশিয়ান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদেরমধ্যে বাড্ডা থানা আওয়ামী লীগ নেতা মিজানুর রহমানের অবস্থা আশঙ্কাজনক বলে জানান এসআই। পুলিশ ঘটনাস্থল থেকে ক্ষতিগ্রস্ত মোটরসাইকেল ও প্রাইভেটকারটি উদ্ধার করেছে।