দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা লিগ্যাল এইড কমিটির কার্যক্রম বেগবান করার জন্য আইনগত সহায়তা প্রদান সংক্রান্ত এক আলোচনা সভা গতকাল শনিবার সকালে উপজেলা অডিটোরিয়াম মঞ্চে অনুষ্ঠিত হয়েছে।
সোনারগাঁ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের আহবায়ক এডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইয়াসিনুল হাবিব এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ও দায়রা জজ এবং নারায়ণগঞ্জ জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মুন্সি মোঃ মশিয়ার রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা নারীও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইবুন্যাল এর বিচারক (জেলা জজ) নাজমুল হক শ্যামল, নারায়ণগঞ্জ জেলা চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ফারহানা ফেরদৌস। এবং অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ইসমত আরা। অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ এলাহী, জেলা লিগ্যাল এইউ অফিসার মুক্তা মন্ডল, নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার-খ সার্কেল শেখ বিল্লাল হোসেন, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান, পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-আহবায়ক ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, সাদিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রশিদ মোল্লা, সোনারগাঁও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও মানব জমিন প্রতিনিধি আবু বকর সিদ্দিকসহ বিভিন্ন স্কুল কলেজ ও এনজিও, মানবাধিকার এর নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আইনের চোখে সকলেই সমান। লিগ্যাল এইডের মাধ্যমে আমরা যাদের সামর্থ নেই কিন্তু বিচার পাওয়ার অধিকার রয়েছে আমরা তাদের বিচার পেতে সকল প্রকার আইনি সহায়তার করব।এসময় তিনি উপস্থিত সবাইকে অত্যন্ত দশজন মানুষের কাছে লিগ্যাল এইডের বার্তা পৌছিয়ে দেওয়ার জন্য অনুরোধ করেন। এর আগে তিনি উপস্থিত সাধারণ জনতার বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।