দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ যশোর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি বদিউজ্জামান ধ্বনিকে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সাগর প্রধান।
বুধবার (১৩ জুলাই) এক বিবৃতিত্বে মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সাগর প্রধান এই নিন্দা জানান। সেই সাথে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
বিবৃতিত্বে তিনি আরও উল্লেখ্য করেন, এই ভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সৈনিকদের প্রকাশ্য দিবালোকে হত্যা করে কখনই আন্দোলন সংগ্রাম থেকে সরানো যাবে না।দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র উদ্ধার আন্দোলনে নেমেছি। যতদিন পযর্ন্ত আমরা সফল না হবো ততদিন রাজপথ ছেড়ে পিছ পা হবো না।
আমি মহানগর যুবদলের পক্ষ থেকে আহবান করবো অচিরেই এই সন্ত্রাসী হামলায় জড়িতদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হউক।
তিনি আরও উল্লেখ করেন, বদিউজ্জামান ধনির এই রক্ত বৃথা যাবে না।আমরা মহানগর যুবদলের পক্ষ থেকে তার রুহের মাগফেরাত কামনা করছি। সেই সাথে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।