দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: বিদ্যুতের লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বিশাল মিছিল নিয়ে যোগদান করে বন্দর থানা যুবদলের নেতা নাজমুল হক রানা।
শনিবার ( ৩০ জুলাই) দুপুর আড়াই টায় মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি নাজমুল হক রানার নেতৃত্বে বন্দর থেকে বিক্ষোভ মিছিল নিয়ে যুবদলের নেতৃবৃন্দরা নগরীর মিশনপাড়াস্থ হোসিয়ারী সমিতির ভবনের সামেন জড়ো হয়। পরে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মমতাজ উদ্দিন মন্তু ও সদস্য সচিব মনিরুল ইসলাম সজলের নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে চাষাড়া শহীদ মিনারে প্রতিবাদ সভায় যোগদান করেন।
এসময়ে মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি নাজমুল হক রানার নেতৃত্বে উপস্থিত ছিলো বন্দর থানা যুবদল নেতা নাছির উল্লাহ টিপু, মনোয়ার হোসেন মনেক্কা, মাসুদ রানা, জুবায়ের, জয়নাল, রাশেল, সাইদুজ্জামান শহীদ, ফরহাদ, সোহেল, রসি, তানভীর, খোকন, হৃদয় সহ বন্দর থানা যুবদলের বিভিন্ন নেতৃবৃন্দ।