রূপগঞ্জের সদর ইউনিয়নের আলোয় ভরা আগারপাড়া সামাজিক সংগঠনের উদ্যোগে সোমবার (১৯ আগস্ট) বেলা সাড়ে ১১ টায় সংগঠনের কার্যালয়ের সামনে বিধবা কিডনি রোগী রোকেয়া বেগমকে চিকিৎসার জন্য আর্থিক অনুদান দেয়া হয়। সংগঠনের সভাপতি রাসেল মাহমুদ বিধবা রোকেয়া বেগম এর হাতে নগদ অর্থ তুলে দেন।
রাসেল মাহমুদ বলেন, আলোয় ভরা আগারপাড়া একটি সামাজিক সংগঠন। এ সংগঠনের সকল সদস্য এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডে স্বেচ্ছাশ্রম দিয়ে বিশেষ অবদান রাখছেন।
রোকেয়া বেগম এর মতো আরো অসহায়, বিধবা রোগী আছেন, যাদের দুঃসময়ে পাশে ছিলেন। এ ধরনের সামাজিক কাজে বিত্তবানদের এগিয়ে আসার জন্য আহব্বান জানান তিনি।
এ সময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, কোষাধ্যক্ষ মো. রনি মিয়া, জজ মিয়া, আরব আলী, বাবর আলী, রফিকুল ইসলাম, আজমীর প্রমুখ।