দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিকে ‘অযৌক্তিক’ দাবি করে নারায়ণগঞ্জে বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৭ আগস্ট) সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলা গণসংহতি আন্দোলনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
নারায়ণগঞ্জ শহরের গোলচত্বর এলাকায় বিক্ষোভ সমাবেশ শেষে সেখান থেকে মশাল মিছিল নিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এসে কর্মসূচির শেষ হয়।
নারায়ণগঞ্জ জেলা গণসংহতি আন্দোলনের সমন্বয়ক তরিকুল সুজনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী সমন্বয়ক অঞ্জন দাস, জেলা নারী সংহতির সমন্বয়ক পপি রানী সরকার, জেলা ছাত্র ফেডারেশনের সভাপতি ইলিয়াস জামান ও সাধারণ সম্পাদক ফারহানা মুনাসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বিক্ষোভ সমাবেশে তরিকুল সুজন বলেন, ‘বাংলাদেশের জনগণ কেমন জীবনযাপন করছে আমরা প্রতিদিন হাড়ে হাড়ে টের পাচ্ছি। সরকার কোনো কিছুই নিয়ন্ত্রণ করতে পারছে না। সরকার শুধু তার লোক দিয়ে প্রশাসন সাজিয়েছে। তারা জনগণের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে। বাংলাদেশের মানুষের দেওয়ালে পিঠ থেকে গেছে। সরকারের বিরুদ্ধে আন্দোলনের কোনো বিকল্প নেই।’