দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: কেন্দ্রীয় বিএনপির সহ- আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ বিএনপির বৈদেশিক সম্পর্ক কমিটি সদস্য নির্বাচিত হওয়ায় তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি।
রোববার (৬ আগষ্ট) এক বিবৃতিত্বে মহানগর বিএনপির সহ-সভাপতি এ্যাড. মো: জাকির হোসেন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাজী আব্দুস সবুর খান সেন্টু এই অভিনন্দন জানান।
বিবৃতিত্বে তারা আরও উল্লেখ করেন, নারায়ণগঞ্জ রুপগঞ্জের কৃতি সন্তান বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদকে বিএনপি’র বিএনপির বৈদেশিক সম্পর্ক কমিটি সদস্য নির্বাচিত হওয়ায় মহানগর বিএনপি পক্ষ থেকে বিএনপি’র চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর রাষ্ট্র নায়ক জনাব তারেক রহমানের প্রতি চির কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সাথে নজরুল ইসলাম আজাদের সাফল্য কামনা করছি।
বিবৃতিত্বে একাত্তত্বা প্রকাশ করেন, মহানগর বিএনপির সহ-সভাপতি আতাউর রহমান মুকুল, হাজী নুরুউদ্দিন আহমেদ, হাজী ফারুক হোসেন, এ্যাড.রফিক আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক এ্যাড. আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ম-সাধারণ সম্পাদক আওলাদ হোসেন,
প্রচার সম্পাদক আনোয়ার হোসেন আনু, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা.মুজিবুর রহমান, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. আনিছুর রহমান মোল্লা, যুববিষযক সম্পাদক মনোয়ার হোসেন শোখন, যোগাযোগ বিষযক সম্পাদক বরকত উল্লাহ, পরিবেশ বিষযক সম্পাদক আমিনুল ইসলাম মিঠু সহ মহানগর বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।
প্রসঙ্গত শনিবার ( ৬ আগষ্ট ) বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বিএনপি’র আন্তর্জাতিক বিষয়ক সম্পর্ক বিষয়ক কমিটির আহ্বায়ক আমির খসরু মাহমুদ চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নজরুল ইসলাম আজাদ গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-২ আড়াইহাজার আসনে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন।