দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: পুলিশের গুলিতে ছাত্রদলের সভাপতি নুরে আলম ও স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিমকে হত্যার অভিযোগে এবং জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নয়া পল্টনে কেন্দ্রীয় বিএনপির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে যোগদান করে মহানগর বিএনপি।
বৃহস্পতিবার (১১ আগষ্ট) দুপুর ১ টায় কমলাপুর রেলষ্ট্যাশন থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে নয়া পল্টন বিক্ষোভ সমাবেশে যোগদান করে।
এর আগে সকাল ১০ টায় মহানগরের আওতাধীন প্রতিটি থানা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ খন্ড খন্ড মিছিল নিয়ে নারায়ণগঞ্জ রেল ষ্ট্যাশনের জড়ো হতে শুরু করে। পরে দুপুর ১২ টায় রেলযোগে ঢাকা কমলাপুর রেলষ্ট্যাশনে পৌছানোর পর পুলিশ তাদের বাধা প্রদান করে। এ সময় দলীয় নেতাকর্মীরা পুলিশি বাধা উপেক্ষ করে সরকার বিরোধী শ্লোগান দিয়ে প্রধান সড়কে নেমে পড়েন।
এদিকে, মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের অনেক নেতাকর্মীরা বিভিন্ন ভাবে ঢাকা পৌছে মূল ব্যানারের জন্য অপেক্ষা করেন। পরে মহানগর বিএনপির নেতৃবৃন্দরা হাজার হাজার নেতাকর্মী নিয়ে পল্টনের প্রতিবাদ সমাবেশে যোগদান করেন।
এ সময়ে মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি এ্যাড. সাখাওয়াত হোসেন খান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু ও সাংগঠনিক সম্পাদক এ্যাড. আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে এ বিক্ষোভ সমাবেশে আরও উপস্থিত ছিলেন, সহ-সভাপতি হাজ¦ী নুরুউদ্দিন, হাজী ফারুক হোসেন, মনির খান, যুগ্ম-সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, মাহবুব উল্লাহ তপন, দপ্তর সম্পাদক ইসমাইল মাষ্টার, প্রচার সম্পাদক আনোয়ার হোসেন আনু,
স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা.মুজিবুর রহমান, পরিবেশ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম মিঠু, যোগাযোগ বিষয়ক সম্পাদক বরকত উল্লাহ, সহ-দপ্তর সম্পাদক মাহমুদ, রোমান, সহ-প্রচার সম্পাদক মাকিদ মোস্তাকিম শিপলু, সহ-পরিবেশ বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম বাবু,
মহানগর বিএনপি নেতা মেজবাহ উদ্দিন স্বপন, নজরুল ইসলাম সরদার, জাহাঙ্গীর মিয়াজী, আনোয়ার হোসেন, হারুন শেখ, হান্নান সরকার, ফরিদ আহম্মেদ, এ্যাড. মোস্তাক আহম্মেদ, সাফী, সেলিম, আল-মামুন, কামরুল হাসান ছাউদ চুন্নু, ফেরদৌসুর রহমান, শওকত আলী লিটন, জাহাঙ্গীর হোসেন, হাফেজ সিব্বির আহম্মেদ, আনছার আলী, সেলিম, হাজী রফিক, মানিক বেপারী, বাবুল, আবুল হোসেন, আলী আকবর, হান্নান হোসেন,
মহানগর যুবদলের সদস্য সচিব মনিরুল ইসলাম সজল, সিনিয়র যুগ্ম-আহবায়ক সাগর প্রধান, মহানগর যুবদল নেতা তরিকুল ইসলাম, রিক্সন, মানিক বেপারী,
মহানগর স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, সিনিয়র সহ-সভাপতি ফারুক চৌধুরী, মোস্তাক আহম্মেদ, আরাফাত চৌধুরী, সাংগঠনিক সম্পাদক অহিদুল ইসলাম ছক্কু, প্রচার সম্পাদক দুলাল হোসেন, আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক আব্দুর রশিদ হাওলাদার,
মহানগর শ্রমিক দলের আহবায়ক এস এম আসলাম, সদস্য সচিব ফারুক হোসেন, সিনিয়র যুগ্ম-আহবায়ক মনির মল্লিক, মহানগর হর্কাস শ্রমিক দলের সভাপতি সাজাহান, সদর থানা ছাত্রদলের আহবায়ক সাদ্দাম হোসেন, মহানগর ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক ইব্রাহীম সহ মহানগর বিএনপির আওতাধীন বিভিন্ন থানা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।