দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: পুলিশের গুলিতে ছাত্রদলের সভাপতি নুরে আলম ও স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিমকে হত্যার অভিযোগে এবং জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নয়া পল্টনে কেন্দ্রীয় বিএনপির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে যোগদান করে মহানগর ওলামা দল।
বৃহস্পতিবার (১১ আগষ্ট) দুপুর ১ টায় কমলাপুর রেলষ্ট্যাশন থেকে মহানগর ওলামা দলের সভাপতি হাফেজ মামুন ও সাধারণ সম্পাদক হাফেজ সিব্বির আহম্মেদের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল মহানগর বিএনপির সাথে মিলে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে নয়া পল্টন বিক্ষোভ সমাবেশে যোগদান করে।
এর আগে সকাল ১০ টায় মহানগরের আওতাধীন প্রতিটি থানা, ইউনিয়ন ও ওয়ার্ড ওলামা দলের নেতৃবৃন্দ খন্ড খন্ড মিছিল নিয়ে নারায়ণগঞ্জ রেল ষ্ট্যাশনের জড়ো হতে শুরু করে।
এ সময়ে মহানগর ওলামা দলের সভাপতি হাফেজ মামুন ও সাধারণ সম্পাদক হাফেজ সিব্বির আহম্মেদের নেতৃতে আরও উপস্থিত ছিলেন, আব্দুল কাউম, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা মো: জাকারিয়া সহ মহানগর ওলামা দলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।