দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ইতিহাসের মহানায়ক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী, স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় মিলাদ, দোয়া ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণের আয়োজন করা হয়।
মঙ্গলবার (১৬ আগষ্ট) বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার উদ্যোগে ২নং রেল গেইটস্থ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দিনব্যাপী এ কর্মসূচী পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল সায়েম।
এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি, একটি পতাকা পেয়েছি। তার অবিচল দৃঢ় নেতৃত্বের কারনেই আজকে আমরা বাঙ্গালী জাতি হিসেবে বিশ্ববাসীর কাছে সুপরিচিত। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় কিছু ষড়যন্ত্রকারীরা তাকে বাঁচতে দিলোনা। তিনি যে স্বপ্ন দেখেছিলেন তা বাস্তবায়ন করতে পারেননি। আজকে তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বে দেশ উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলেছে। কিন্তু ষড়যন্ত্রকারীরা তাকেও বার বার হত্যা করার চেষ্টা করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কল্যানে দেশে আজ বিভিন্ন মেগা প্রকল্প হচ্ছে। পদ্মা সেতু, কর্নফুলি টানেল, মেট্রোরেল সহ বিভিন্ন মেগা প্রকল্প গুলো বাস্তবে রুপ নিচ্ছে। তাই আমাদেরকে সর্তক থাকতে হবে। শোককে শক্তিতে রুপান্তরিত করে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে।
এসময় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গির আলম, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জি.এম আরাফাত, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মোস্তাফিজুর রহমান মাসুম, মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা কায়কোবাদ রুবেল, জেলার সাবেক যুগ্ম সম্পাদক গোলাম কিবরিয়া খোকন, আল-আমীন, জুয়েল রানা, রিপন মিয়া, মেহেদি হাসান, রাজিব, কাউসার, রাসেল, মোঃ হোসেন, স্বেচ্ছাসেবক লীগ নেতা মাসুদ, মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা শফিকুল ইসলাম সহ বিভিন্ন থানা ও উপজেলা থেকে আগত নেতৃবৃন্দ।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, সাইফুর রহমান সুমন, রফিকুল ইসলাম, আতিকুর রহমান গার্নেল, আবু সাঈদ বাদশা, পারভেজ, মিঠু চন্দ্র দাস, রিফাত মালিক, টিটু চন্দ্র দাস, আহমেদ সুমন, ইকবাল মাহমুদ, শাহিন শিমুল, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগ নেতা মেরাজ আহমেদ দিপু, মেহেদি হাসান, রাফসান, মারুফ আহমেদ, সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা ফারুক ওমর, সামসুল আলম এড. মোখলেছুর রহমান, মাহমুদুল হাসান, রবিন মিয়া, সিফাত, রুপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা খোকন, রফিক, নাদিম, আরিফ, মোমেন, বিপ্লব প্রমুখ।