দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহীদদের স্মরণে নারায়ণগঞ্জ মহানগর ১১নং ওয়ার্ড যুবলীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ আগস্ট) বাদ জোহর খানপুর পোলস্টার ক্লাবের সামনে ১১নং ওয়ার্ড যুবলীগ নেতা সাইফুল হাসান রিয়েলের উদ্যোগে ১১নং ওয়ার্ড যুবলীগের সভাপতি চঞ্চল মাহামুদের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সভাপতি ও জেলা আওয়ামীলীগের কার্যকরি সদস্য শাহাদাত হোসেন ভূইয়া সাজনু।
বিশেষ অতিথি ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি মোঃ জুয়েল হোসেন, খানপুর পঞ্চায়েত কমিটির সভাপতি মোয়াজ্জেম হোসেন,খানপুর পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির পোকন, ১১নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জসীমউদ্দিন ও যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম সহ স্থানীয় মুরব্বিরা।
নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভূইয়া সাজনু বলেছেন, বঙ্গবন্ধুকে হত্যা করে ওরা ভেবেছিল পৃথিবী থেকে বাংলাদেশের মানচিত্র মুছে দিবে। কিন্তু তারা জানত না বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। বঙ্গবন্ধুকে হত্যা করা যায় না। জীবিত বঙ্গবন্ধুর চেয়ে মৃত বঙ্গবন্ধু অনেক শক্তিশালী।
তিনি বলেন, বঙ্গবন্ধু ১৯৭১ সালে যে ডাক দিয়েছিলেন এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। সে এক ভাষণে স্বাধীনতার যে স্পৃহা জেগেছিল পৃথিবীতে এমন কোন দেশ নেই যারা এভাবে নয় মাস যুদ্ধ করে স্বাধীনতা পেয়েছে। দীর্ঘ সাড়ে তিন বছর বঙ্গবন্ধু যখন সোনার বাংলাদেশ গড়ার জন্য কাজ করছিল ঠিক সেসময় এ দেশের কিছু কুলাঙ্গার সন্তান তাকে হত্যা করে। বঙ্গবন্ধু জাতিসংঘের বক্তব্যে বলেছিলেন পৃথিবীতে একদিকে শোষক আরেকদিকে শোষিত। আমি শোষিতের পক্ষে। সে কথা বলায় সিআইএর যোগসাজশে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়।
সাজনু আরও বলেন, গত পঁচিশ জুন আপনারা দেখেছেন যে পদ্মা সেতু নিয়ে ওয়ার্ল্ড ব্যাংক বলেছিল দুর্নীতি হয়েছে। বঙ্গবন্ধু কন্যা বলেছিলেন বাংলার মানুষের টাকায় পদ্মা সেতু হবে সেই সেতু হয়েছে। তিনি আজ বাংলাদেশকে উচ্চ মধ্যম আয়ের দেশে রুপান্তর করতে কাজ করে যাচ্ছেন। আজ তার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। আজ আমাদের এ ষড়যন্ত্র প্রতিহত করতে হবে। আপনার জন্য আপনার সন্তানের ভবিষ্যতের জন্য আবারও আপনারা শেখ হাসিনার সরকারকে প্রতিষ্ঠিত করবেন।