ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের ২৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে সমাবেশ ও র্যালীর আয়োজন করা হয়। শুক্রবার (২৩ আগস্ট) বাদ আছর চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে এ আয়োজন করা হয়।
ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি শিব্বির আহম্মেদ এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির প্রষিক্ষন সম্পাদক শেখ মুহাম্মদ আল আমীন, প্রধানবক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন নারায়ণগঞ্জ জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রশিদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা শাহ আলম কাচপুরী।
এসময় সমাবেশে বক্তারা দেশের সমসায়িক পরিস্থিতি সহ নানা সমস্যার কথা তুলে ধরেন। সমাবেশ শেষে চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি র্যালী বের করে প্রেসক্লাব প্রাঙ্গনে এসে দেশের শান্তি কামনায় মোনাজাত করে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন।