দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: নারায়ণগঞ্জ মহানগর যুবদলের ৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি নিয়ে বেশ কিছু দিন যাবৎ অর্থ বানিজ্যর বিষয় স্থানীয় মিডিয়াতে চলছে বেশ আলোচনা ও সমালোচনা।এ বিষয় নিয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি ও বন্দর থানা যুবদল নেতা নাজমুল হক রানা।
বৃহস্পতিবার (১৫ সেপ্টম্বর) এক বিবৃতিতে তিনি এ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে তিনি আরও বলেন, অতীতের চেয়ে বর্তমান মহানগর যুবদল অনেকটাই শক্তিশালী। সেই সাথে মহানগর যুবদলের আওতাধীন প্রতিটি ইউনিটের নেতাকর্মীদের অংশ গ্রহনের মাধম্যে, দেশের চলমান গণতান্ত্রিক আন্দোলনের কর্মসূচি গুলো মমতাজ উদ্দিন মন্তু ও মনিরুল ইসলাম সজলসহ বাকি ৩ যুগ্ম-আহবায়কের নেতৃত্বে আমরা সফল ভাবে পালন করে আসছি।
কেন্দ্রীয় নির্দেশ মোতাবেক মহানগর যুবদলের আহবায়ক কমিটির নেতৃবৃন্দরা আংশিক কমিটি ৭১ বা ৮১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটিতে রুপ দেয়ার চেষ্টা করছে। ইতিমধ্যেই কেন্দ্রীয় নেতৃবৃন্দদের কাছে সেই কমিটি জমা দেয়া হয়েছে। এখানে যারা স্থান পাচ্ছে তারা সবাই যার যার যোগ্যতা অনুশারে এসেছে। সেখানে অর্থ বানিজ্যের কোন সুযোগ নেই।
আমার ধারনা দলের মধ্যে থাকা কিছু নেতা ক্ষমতাশীনদের সাথে আতাঁত করে। যুবদলকে সাংগঠনিক ভাবে দুর্বল করার উদ্দেশ্যে মির্জাফরের কাতারে চলে গেছে। তারা গণমাধ্যম কর্মীদের মিথ্যা ও বিভ্রান্তি মূলক তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করছে। আমি বন্দর থানা যুবদলের একজন কর্মী হিসেবে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
সেই সাথে মহানগর যুবদলের নেতৃবৃন্দদের আহবান করবো আপনারা ঐসকল মির্জাফরদের চিহ্নিত করে, কেন্দ্রীয় নেতৃবৃন্দদের কাছে তালিকা প্রকাশ করুন। কারন মহানগর যুবদলের সাংগঠনিক শক্তিশালী অবস্থান দেখে তারা ইর্ষান্বিত হয়ে। ক্ষমতাশীনদের এজেন্ডা বাস্তবায়নের জন্য অপপ্রচারের কাজ করে যাচ্ছে।
আমি বন্দর থানা যুবদলের পক্ষ থেকে এই সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে এই ধরনের অপপ্রচার থেকে ধুরে থাকার জন্য সকলকে আহবান জানাচ্ছি।