দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে সকল হিন্দু ধার্মাম্বলিদের বৃহত্তর গলাচিপা যুবসমাজের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মিঠু আহম্মেদ।
শনিবার (১লা অক্টোবর) এক বিবৃতিতে সংগঠনটির পক্ষ থেকে তারা এই শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
বিবৃতিত্বে তিনি আরও বলেন, দুর্গোৎসব হল হিন্দু দেবী দুর্গার পূজাকে কেন্দ্র করে প্রচলিত একটি উৎসব। দুর্গাপূজা সমগ্র হিন্দুসমাজেই প্রচলিত। তবে বাঙ্গালি হিন্দু সমাজে এটি অন্যতম বিশেষ ধর্মীয় ও সামাজিক উৎসব। আশ্বিন বা চৈত্র মাসের শুক্লপক্ষে দুর্গাপূজা করা হয়। আশ্বিন মাসের দুর্গাপূজা শারদীয়া দুর্গাপূজা এবং চৈত্র মাসের দুর্গাপূজা বাসন্তী দুর্গাপূজা নামে পরিচিত।
আমি বৃহত্তর গলাচিপা যুবসমাজের পক্ষ থেকে সকল হিন্দু ধার্মাম্বলি ভাই বোনদের জানাই শারদীয়ার আন্তরিক প্রীতি , শুভেচ্ছা ও অভিনন্দন। পূজা সবার ভালো কাটুক এই কামনা করি৷
শারদীয়া দুর্গাপূজার আগমনে সকল হিন্দু ধার্মাম্বলি ভাই বোনদের ভালো হোক , সুখের হোক দুর্গা পূজা, এই কামনা করি। বৃহত্তর গলাচিপা যুবসমাজের পক্ষ থেকে সকল হিন্দু ধার্মাম্বলিদের জানাই শারদীয়া দুর্গাপূজার শুভেচ্ছা ও অভিনন্দন।