দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের সাবেক সহ-সভাপতি মরহুম মজিবুর রহমান মিয়া ও তার সহধর্মীনীর রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।
শনিবার (৮ অক্টোবর) বাদ আছর কদম রসূল দরগাঁ মসজিদে প্রয়াত নেতার পরিবারের পক্ষ থেকে এ মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।
মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি হাজী নুরু উদ্দিনের সভাপতিত্বে ও সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আওলাদ হোসেনের সঞ্চালনায় মিলাদ ও দোয়ায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সহ-সভাপতি আতাউর রহমান মুকুল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু, সাবেক সহ-সভাপতি মনিরুজ্জামান মনির,
এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মহানগর বিএনপির সাবেক মানবাধিকার বিষয়ক সম্পাদক এ্যাড. মতিন, সাবেক ২১নং ওয়ার্ড কাউন্সিলর হান্নান সরকার, মহানগর যুবদলের সাবেক সভাপতি ও ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, মহানগর শ্রমিক দলের সিনিয়র যুগ্ম-আহবায়ক মনির মল্লিক, জেলা শ্রমিক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ মামুন, বিএনপি নেতা সোবহান সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় আরও উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি ফখরুল ইসলাম মজনু, হাজী ফারুক, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মোস্তাক আহম্মেদ মোস্তাক, মহানগর বিএনপির সাবেক যুববিষয়ক সম্পাদক মনোয়ার হোসেন শোখন, সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক সরকার আলম, সাবেক শিশু বিষয়ক সম্পাদক মেজবাহ উদ্দিন স্বপন, সাবেক পরিবেশ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম মিঠু, কদম রসূল দরগাঁয়ের সভাপতিনজরুল ইসলাম সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম মিলু,
মহানগর বিএনপি নেতা মাজহারুল ইসলাম বুলবুল, আনোয়ার মাহমুদ বকুল, মনির হোসেন, আলী আকবর, মধু, জাহাঙ্গীর, আমির হোসেন, মহানগর শ্রমিক দলের সদস্য সচিব ফারুক হোসেন,
মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি ফারুক চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক রাজীব হোসেন, বন্দর উপজেলা যুবদলের নেতা গোলাম মাওলা রনি, সোহাগ গাজী সহ অন্যান্য নেতৃবৃন্দ।
মিলাদ ও দোয়া পরিচালনা করেন কদম রসূল দরগাঁ মসজিদের পেশ ইমাম শরীফুল্লাহ শাহীন।