দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: দেশের বড় দুই প্রধান রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দুই অঙ্গসংগঠন যথাক্রমে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ও স্বেচ্ছাসেবক দল। দেশের বিভিন্ন জেলায় এ দুই সংগঠনের বিরুদ্ধে কোন অভিযোগ না থাকলেও অভিযোগের শেষ নেই নারায়ণগঞ্জে এ দুটি দলের বিরুদ্ধে।
এর মধ্যে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফউদ্দিন আহমেদ দুলাল প্রধান, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক কমিটির সাবেক সাধারণ সম্পাদক শাখাওয়াত রানা মাদক বিক্রির সাথে জড়িত সেই বিষয় নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা ছিলো নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গনে।
এর মধ্যে দুলাল প্রধান ফেন্সিডিলসহ জেলা গোয়েন্দা পুলিশের হাতে আর শাখাওয়াত রানা ইয়াবাসহ গ্রেফতার হয়েছিলো চট্টগামে। সর্বশেষ ইয়াবাসহ গ্রেফতার হলো নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সহ-ত্রাণ বিষয়ক শিকদার বাবু। যা নিয়ে নারায়ণগঞ্জে দুই দলের স্বেচ্ছাসেবকদের মাঝে চলছে নানা জল্পনা-কল্পনা।
নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের অঙ্গসংঠন স্বেচ্ছাসেবক লীগ ও বিএনপির অঙ্গসংগঠন স্বেচ্ছাসেবক দলের নেতারা বলেন, নারায়ণগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ ও স্বেচ্ছাসেবক দলের নেতারা এখন মাদক নির্ভর হয়ে পড়েছেন। মাদক বিক্রি করে রাতারাতি কোটিপতি বনে যাওয়ার স্বপ্নে বিভোর হয়ে তারা এখন রাজনৈতিক সাইনবোর্ড ব্যবহার করছেন। তারা ক্রমাগত দলের সুনাম নষ্ট করে চলছেন। আর যে সকল প্রভাবশালী নেতৃবৃন্দের ছত্রছায়ায় দুলাল-রানা-বাবু গংরা এ সকল অপকর্ম করে বেড়াচ্ছেন তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার পরিবর্তে উল্টো আরো উচ্চ থেকে উচ্চতর আসনে বসানো হচ্ছে। মাদক বিক্রির টাকায় অতি সহজে কেউবা কাউন্সিলর আবার কেউবা দলের সাধারণ সম্পাদক পদটিও লুফে নিচ্ছে। আর এখন স্বেচ্ছাসেবকরা মানব সেবায় স্বেচ্ছাসেবী ভুমিকা পালনের পরিবর্তে দেশের যুবসমাজকে ধ্বংসের জন্য মাদক ব্যবস্থা সর্ম্পৃক্ত হয়ে উঠেছে।
তারা আরও জানান, দলীয় বেশীরভাগ অনুষ্ঠানে এ সকল মাদক বিক্রেতারূপী নেতাকে না পাওয়া গেলেও মাদকের টাকায় অনেক উচ্চমানের নেতাদের সাথে তাদের সখ্যতা দেখা যায় অনেকটা ঘনিষ্টভাবে।
তারা রাজনীতিকে এখন বির্তক করতে মাদক বিক্রির টাকাকে অপব্যবহার করছেন দুলাল-রানা-বাবু গংরা। স্বেচ্ছাসেবক লীগ ও স্বেচ্ছাসেবক দলের ভেতরে লুকিয়ে থাকা এ সকল মাদক স¤্রাটরূপী নেতাদের বিরুদ্ধে অতিদ্রুত দলীয়ভাবে ব্যবস্থা গ্রহনের আহবান জানান। পাশাপাশি আইন-শৃংখলা বাহিনীর প্রতিও আহবান জানান এ সকল মাদক স¤্রাটদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য।