দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: ১লা সেপ্টেম্বর নারায়ণগঞ্জ বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে পুলিশের দায়ের করা মামলায় চার্জশিট পর্যন্ত জামিন প্রদান করেছেন বিজ্ঞ আদালত।
মঙ্গলবার (২৫ অক্টোবর) সকালে নারায়ণগঞ্জ জেলা দায়রা জজ মো: আস-সামস্ জগলুল হোসেনের আদালতে এ জামিন প্রদান করেন। যার মামলা নং ৪/৯/২০২২।
এ মামলায় জামিন প্রদান করা হয়, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি আতাউর রহমান মুকুল, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু, মহানগর বিএনপি নেতা আমিনুল ইসলাম মিঠু, মোহাম্মদ হোসেন কাজল, আবুল হোসেন সরদার।
এদিকে আসামী পক্ষের আইনজীবি হিসেবে এ্যাড. আনিছুর রহমানের সাথে উপস্থিত ছিলেন, এ্যাড. তৈমূর আলম খন্দকার, এ্যাড. জাকির হোসেন, এ্যাড. আব্দুল হামিদ ভাষানী, এ্যাড. বোরহান উদ্দিন সরকার, এ্যাড. রিয়াজুল ইসলাম আজাদ, এ্যাড. শরীফুল ইসলাম শিপলু, এ্যাড. সামছুন নাহার বাধঁন, এ্যাড. আলামিন সিদ্দিকী সহ অন্যান্য আইনজীবিবৃন্দ।
উল্লেখ্য, চলতি বছরের ১লা সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর র্যালীতে পুলিশের সাথে বিএনপির নেতাকর্মীদের ধাওয়া পাল্টার ঘটনা ঘটে। এসময়ে যুবদল নেতা শাওন নিহত সহ পুলিশ ও বিএনপি নেতাকর্মী মিলে প্রায় শতাধিক আহত হয়। এ ঘটনায় সদর মডেল থানার পুলিশ বাদী হয়ে ৭১ জনের নাম উল্লেখ করে ৫ হাজার অজ্ঞাত রেখে মামলা দায়ের করে। পরে বিএনপির নেতাকর্মীরা উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের আগাম জামিন পায়।
মঙ্গলবার পুনরায় নেতাকর্মীরা নারায়ণগঞ্জ জেলা দায়রা জজ আদালতে আত্মসর্মপন করে জামিন চাইলে বিজ্ঞ আদালত তাদের চার্জশিট পর্যন্ত জামিন প্রদান করেন।