দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: সোনারগাঁয়ের আন্দার মানিক এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে আমির হোসেন নামে এক ব্যক্তিকে দেশীয় অস্ত্রের আঘাত করে আহতের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার ( ১লা নভেম্বর ) সকাল ৭টায় সিংরাব এলকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত আমির হোসেনের ছেলে মো.আলী হায়দার বিবাদী আলমগীরগংদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সুত্রে জানা যায়, সাদিপুরের পিংগিলা এলাকার মৃত.জায়েদ আলীর ছেলে আলমগীর,মো.আলম, আনোয়ার ও তোফাজ্জলসহ অজ্ঞাতনামা আরো ৪/৫ জন একত্রিত হয়ে সকাল ৭টায় দেশীয় অস্ত্র,রামদা,চাপাতি,শাবল ও লাঠিসোঠা নিয়ে অতর্কিতভাবে বেআইনীভাবে প্রবেশ করে জমি সংক্রান্ত বিরোধের জেরে শিংরাব এলাকায় নিজ জমিতে আমার বাবা মো.আমির হোসেনের পথরোধ করে হামলা চালায়।
এ সময় তারা আমার বাবা গায়ে,পায়ে,পিঠে,মাথায় ও মুখমন্ডলসহ বিভিন্নস্থানে লিলাফুলা জখম করেন। ২নং বিবাদীর হাতে থাকা শাবল দিয়ে আমার বাবাকে হত্যার উদ্দ্যেশে তার মাথায় আঘাত করে। এবং ১নং বিবাদী আমার বাবার হাতে থাকা ২৫ হাজার টাকা মুল্যেও একটি অপ্পো মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
এ সময় আমার বাবাকে বাচাঁতে আমার চাচা আবজল হোসেন এগিয়ে আসলে বিবাদীরা তাকেও মারধর করে শরীরের বিভিন্নস্থানে লিলাফুলা জখম করেন। পওে আমি ও পরিবারের অন্যান্য সদস্যরা আমার বাবাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা প্রদান করাই।