দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের গকুলদাসেরবাগে সাজেদ আলী এন্ড সন্স, ভাই ভাই স্যানিটারি এন্ড টাইলস ও সিটি ফার্নিচার পয়েন্ট এই ৩টি ব্যবসা প্রতিষ্ঠানে চুরি সংঘটিত হয়েছে। খবর পেয়ে শনিবার সকালে ঘটনাস্থলে গিয়ে ঠিক একই কায়দায় ৩টি প্রতিষ্ঠানেরই পিছন দিকের টিনের বেড়া কাটা অবস্থায় দেখা গেছে। শুক্রবার রাতের যে কোন এক সময়ে চোর টিন কেটে ভিতরে প্রবেশ করে চুরি করেছে বলে দাবী ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের।
সাজেদ আলী এন্ড সন্স (সিমেন্টের ডিলার) মালিক আমিনুল ইসলাম জানান, ড্রয়ার ভেঙ্গে আমার ব্যবসা প্রতিষ্ঠানের ড্রয়ারে থাকা নগদ ৫০ হাজার টাকা ও আমার ব্যবসা প্রতিষ্ঠানের নামে সাউথইস্ট ব্যাংকের মদনপুর শাখায় একাউন্ট আছে সেই একাউন্টের স্বাক্ষরিত ৪টি চেক চোর নিয়ে গেছে।
ভাই ভাই স্যানিটারি এন্ড টাইলসের মালিক গোলজার হোসেন জানান, চোর আমার দোকানে ঢুকে ড্রয়ার ভেঙ্গে ফ্লেক্সিলোডের কাজে ব্যবহৃত ৪টি মোবাইল ফোন, নগদ ২৫ হাজার টাকা ও ৪ হাজার টাকার এমবি/মিনিট কার্ড নিয়ে গেছে। সিটি ফার্নিচার পয়েন্টের মালিক কবির হোসেন জানান, চোর আমার ফার্নিচার দোকানে ঢুকে ড্রয়ার খুলে নগদ ১৫ হাজার টাকা, জরুরি কিছু কাগজপত্র নিয়ে গেছে ও আল আরাফাহ ইসলামী ব্যাংকের ২টি চেক যা ফার্নিচার বিক্রয় বাবদ পার্টি আমাকে দেড় লক্ষ টাকা করে মোট ৩ লক্ষ টাকার ২টি চেক দিয়েছিলো, তাও চোরেরা নিয়ে গেছে।
এ বিষয়ে বন্দর থানায় ১টি সাধারণ ডায়েরি করার প্রস্তুতি নিচ্ছেন ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা।