দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় ছাত্র সংসদের আয়োজনে ছাত্র সমাবেশে সফল করার লক্ষ্যে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক এ.কে. হিরার নেতৃত্বে সমাবেশে যোগদান করে সংগঠনের নেতৃবৃন্দরা।
রোববার (১ লা জানুয়ারী) দুপুর ১টায় এ.কে. হিরার নেতৃত্বে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের নেতৃবৃন্দরা ঢাকাস্থ ফকিরাপুল এলাকায় জড়ো হতে শুরু করে। এসময়ে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ ব্যানার ফেসটুন নিয়ে হিরার নেতৃত্বে সরকার বিরোধী শ্লোগান দিতে থাকে। পরে ফকিরাপুল এলাকার প্রধান সড়ক প্রদক্ষিন শেষে কেন্দ্রীয় ছাত্র সংসদের সমাবেশে যোগদান করে।
এসময়ে আরও উপস্থিত ছিলো ৪নং ওয়ার্ড ছাত্রদলের সাধারন সম্পাদক মেহেদি হাসান মৃদুল, সাংগঠনিক সম্পাদক রাহাত শেখ সহ সভাপতি রিফাত, সহ সভাপতি বাবু, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলনেতা আবির,
ইকবাল, হৃদয়, আনন্দ, হাসিব, রিফাত, সাকিল, ইমতিয়াজ, আসিফ আরিয়ান, ইয়াসিন মির্জা, রাকিব, ইসরাফিল, তানভীর, শাকিল, ফয়সাল সহ অন্যান্য নেতৃবৃন্দ।