দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: মহিলা বিষয়ক অধিদপ্তর, নারায়ণগঞ্জ এবং তথ্য আপা প্রকল্প, নরায়ণগঞ্জ সদর এর যৌথ আয়োজনে শহীদ তিতুমীর একাডেমী, কায়েমপুর, ফতুল্লায় বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, ইভটিজিং, মাদকাসক্তি, মোবাইল আসক্তি, অটিজম ইত্যাদি বিষয়ে সচেতনমূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
বুধবার (২৫ জানুয়ারী) সকালে শহীদ তিতুমীর একাডেমীতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
উক্ত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ রিফাত ফেরদৌস, উপজেলা নির্বাহী অফিসার, নারায়ণগঞ্জ সদর। প্রধান অতিথি তাঁর বক্তব্যে মহিলাদের ক্ষমতায়নের লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব তুলে ধরেন। বিভিন্ন সামাজিক নিরাপত্তা বেষ্টনীর মাধ্যমে দুঃস্থ মহিলাদের অবস্থার উন্নয়নে বর্তমান সরকার কাজ করছে বলে জানান।
এছাড়াও তিনি বাল্যবিবাহ, মাদকাসক্তি ও মোবাইল আসক্তি দূরীকরণে মায়েদের করনীয় সম্পর্কে বক্তব্য রাখেন। উঠান বৈঠকে সভাপতির বক্তব্য রাখেন জনাব আঞ্জুমান আরা প্রোগাম অফিসার, মহিলা বিষয়ক অধিদপ্তর, নারায়ণগঞ্জ।
বৈঠকে আরো উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তর, নারায়ণগঞ্জ এর ডে. কেয়ার অফিসার জনাব সাবিকুন নাহার, ফতুল্লা ইউনিয়ন ৭,৮,৯ নং ওয়ার্ডের মহিলা সদস্য, তথ্য আপা প্রকল্পের কর্মকর্তাবৃন্দসহ সংশ্লিষ্ট একাডেমীর সকল শিক্ষকবৃন্দ।