দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: বিশ্ববাজারে জ্বালানি নিয়ে অস্থিরতার মধ্যে দেশে তা সাশ্রয়ী নীতি গ্রহণ করেছে সরকার। জ্বালানি তেলের পাশাপাশি গ্যাস সাশ্রয়েও নানা পদক্ষেপ নিয়েছে। সে উদ্যোগে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশ রয়েছে। তারই অংশ হিসেবে নারায়ণগঞ্জের ফতুল্লায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
এসময় মোঃ আব্দুল কাশেমের মালিকানাধীন কে.এন ওয়াশিং প্ল্যান্ট নামের ১টি কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। রবিবার (০৫ ফেব্রুয়ারি) দুপুর ১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ফতুল্লার শিয়াচর গনি হাজ্বী রোড এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
এলাকাবাসী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এ এলাকায় অবৈধ গ্যাস সংযোগ দিয়ে ডাইং-কারখানার ব্যবসা করে আসছে কিছু অসাধু ব্যবসায়ীরা। তাদের কারণে বাসা-বাড়িতেও গ্যাস পাওয়া যায় না। অসাধু ব্যবসায়ীরা তাদের ইচ্ছামতো অবৈধভাবে গ্যাসের লাইন নিয়ে ব্যবসা করে আসছে। এসকল অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা তিতাসের নিয়মিত কার্যক্রম। এরই অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়েছে।
নারায়ণগঞ্জ বিপণন বিভাগের ফতুল্লা শাখার ব্যবস্থাপক ইঞ্জিনিয়ার জয়নাল আবেদীনের নেতৃত্বে উক্ত অভিযানে উপস্থিত ছিলেন, উপ-ব্যবস্থাপক ইঞ্জিনিয়ার মোঃ শাকিল মন্ডল, উপ-ব্যবস্থাপক মোঃ শফিকুল ইসলাম ও উপ সহ-প্রকৌশলী ছোটন দেব প্রমুখ।
নারায়ণগঞ্জ বিপণন বিভাগের ফতুল্লা শাখার ব্যবস্থাপক ইঞ্জিনিয়ার জয়নাল আবেদীন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কে.এন ওয়াশিং প্ল্যান্ট নামে একটি কারখানায় অবৈধভাবে গ্যাস ব্যবহার হচ্ছে। ওই সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে পরিদর্শনে আসি। কারখানা চলমান অবস্থায় পাওয়া যায় এবং এখানে গ্যাসের বিল বা বৈধ কাগজপত্র চাইলে তারা কোন কাগজপত্র দেখাতে পারেনি, তাছাড়া কর্তৃপক্ষকেও পাওয়া যায় নাই।
পরিদর্শনে প্রমানিত হয় যে, এই লাইনটি একটি অবৈধ লাইন। অবৈধ লাইন হওয়ার কারণে আমরা তাৎক্ষণিকভাবে সংযোগটি বিচ্ছিন্ন করি। এখানে যে স্থাপনা ব্যবহার করা হয়েছে সেই পরিপ্রেক্ষিতে তিতাস গ্যাসের বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।