ভোররাতে বাড়ির ভেতরে থাকা হোন্ডা চুরি করে পালিয়ে যাবার সময় পুলিশের হাতে ধরা খেলো ফতুল্লা থানা এলাকার দুধর্ষ ডাকাত ও একাধিক মামলা আসামী সাহাবুদ্দিনসহ তার সহযোগি।
মঙ্গলবার ( ৩ সেপ্টেম্বর ) ভোড় সাড়ে ৪টায় পোস্ট অফিস জয়নগর মাঠ থেকে হোন্ডাসহ তাদেরকে আটক করা হয়।
হোন্ডার মালিক দাপা ইদ্রাকপুর এলাকার মো.দেলোয়ার হোসেনের ছেলে মো.সাইফ ইসলাম জানান,ভোর সাড়ে ৪টায় বাড়ি নীচতলা থেকে হোন্ডার তালা ভেঙ্গে দাপা ইদ্রাকপুর এলাকার মহিদ্দিনের ছেলে চিহিৃত ডাকাত ও একাধিক মামলার আসামী ডাকাত সাহাবুদ্দিন ও তার সহযোগি আলতাফ মিয়ার ছেলে রাসেল @ কাপড় রাসেল নিয়ে পালিয়ে যায়।
এ সময় টহলে থাকা ফতুল্লা মডেল থানার পুলিশ পোষ্ট অফিস এলাকায় চোরদেরকে সিগন্যাল দিলে তারা হোন্ডা না থামিয়ে গতি বাড়িয়ে দিলে একটি গর্তে পড়ে গেলে হোন্ডা রেখে পালাতে চেষ্টা করলে ফতুল্লা মডেল থানার সহকারী উপপরিদর্শক মো.মাহবুব সঙ্গীয় ফোর্স ডাকাত সাহাবুদ্দিন ও রাসেলকে হোন্ডাসহ আটক থানায় নিয়ে আসে।
এদিকে সকালে হোন্ডার মালিক সাইফ ইসলাম তার বৈধ কাগজপত্র নিয়ে থানায় আসলে সহকারী উপরিদর্শক মো.মাহবুব গাড়ি ছাড়িয়ে নিতে সাইফ ইসলামের কাছে ৫০ হাজার টাকা দাবী করেন বলে গনমাধ্যম কর্মীদেরকে জানান সাইফ ইসলাম।
পরে ২০ হাজার টাকায় রফাদফা হলেও পরে হোন্ডা ছাড়েনি এএসআই মাহবুব। ওসির সাথে যোগাযোগ করে থানায় উপস্থিত গনমাধ্যম কর্মীরা ডাকাত সাহাবুদ্দিনের ছবি তুলতে চাইলেও এএসআই মাহবুব আসামী ডাকাত সাহাবুদ্দিন ও রাসেলের ছবি তুলতে দেয়নি।