দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: ৯০ কেজি গাঁজাসহ চার মাদকব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১। রবিবার ২রা এপ্রিল রাত্র সোয়া ৩টায় ব্রাহ্মনবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানাধীন নতুন কদমতলী সাকিনস্থ নতুন কদমতলী কমিউনিটি ক্লিনিকের সামনে কাঁচা রাস্তা এলাকায় অভিযান পরিচালনা করে পিকআপ গাড়ি মোডিফাই এর মাধ্যমে বিশেষ কৌশলে মাদকদ্রব্য পরিবহন কালে ৯০ কেজি গাঁজা ও পিকআপ সহ ৪ মাদক ব্যবসায়ী’কে হাতে-নাতে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হচ্ছে মোঃ শাহীন (৫০), মুন্না (২৪), মোঃ রাসেল (২৪), ও বাছেদ (৪২)। এ সময় গ্রেফতারকৃত আসামীদের হেফাজত হতে মাদক বিক্রয়ের নগদ ১,৪৯০/-টাকা, ২টি মোবাইল, ২টি সীম উদ্ধার করা হয়। উল্লেখ্য যে, আসামী মোঃ শাহীন (৫০) এর বিরুদ্ধে ২ টি, মুন্না (২৪) এর বিরুদ্ধে ২ টি, মোঃ রাসেল (২৪) এর বিরুদ্ধে ২ টি ও মোঃ বাছেদ (৪২) এর বিরুদ্ধে ২ টি করে মামলা রয়েছে।
র্যাবের এএসপি মো.রিজওয়ান সাঈদ জিকু স্বাক্ষরিত এ প্রেস বিজ্ঞপ্তি তা জানানো হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা জানায় যে, তারা দীর্ঘদিন যাবৎ অভিনব কায়দায় মাদকদ্রব্য গাঁজা অভিনব পন্থায় সংগ্রহ করে ব্রাহ্মণবাড়িয়া ও এর আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।