দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ‘খ’ সার্কেল শেখ বিলøাল হোসেন ও সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মাহাবুব আলমের নেতৃত্বে নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার করা হয়েছে। এসময় মোঃ রাকিবুল ইসলাম ওরফে রাকিব(২০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
সোমবার সকালে উপজেলার পিরোজপুর ইউপির ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মেঘনাঘাট সংলগ্ন নিউ টাউন এলাকার পুলিশ চেকপোস্ট এর সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারি মোঃ রাকিবুল ইসলাম ওরফে রাকিব নাটোর জেলার গুরুদাসপুর থানার শ্রীপুর গ্রামের জিয়াউর রহমানের ছেলে।
সোনারগাঁ থানার এস আই ইমরান হোসেন জানান,গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ‘খ’ সার্কেল শেখ বিলøাল হোসেন ও সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মাহাবুব আলমের নেতৃত্বে একটি অভিযানিক দল মেঘনাঘাট সংলগ্ন নিউ টাউন এলাকার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের উপর পুলিশ চেকপোস্ট স্থাপন করে কক্সবাজার থেকে আসা গাড়ীতে তলøাশি করে ৪,৫০০ পিছ ইয়াবাসহ রাকিবুল ইসলাম রাকিব(২০) নামে এক মাদক কারবরিকে গ্রেপ্তার করতে থানা পুলিশ।
এবিষয়ে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মাহবুব আলম জানান, ধৃত মাদক কারবারির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধী রয়েছে,সেই সাথে মাদক কারবারি চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তারের লক্ষে অভিযান অব্যাহত আছে বলেও জানান।