দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে চাদাঁবাজী বন্ধে মাইকিং করেছে কাচঁপুর হাইওয়ে থানা পুলিশ।
মঙ্গলবার (২৩ মে) দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুর মোড়ে মাইকিং করতে দেখা যায়।
নারায়ণগঞ্জের কাঁচপুর মোড়টি ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের প্রবেশপথ। এ পথে প্রভাবশালীদের মদদে চলাচলকারী যানবাহন থেকে মোটা দাগে চাঁদা আদায় করে আসছে স্থানীয় প্রভাবশালী চাঁদাবাজরা। গত ছয় মাসে মহাসড়কে চাঁদাবাজি করার সময় ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে পথ দু’টিতে কঠোর নজদারি বাড়াতেই এ মাইকিং করেছে কাঁচপুর থানা পুলিশ।
মাইকিং করে প্রচার করা হয়, ‘নারায়ণগঞ্জ জেলা শ্রমিক সংগঠন, মালিক সংগঠনসহ যে কোন সংগঠনের নামে মহাসড়কে চাঁদা তোলা সম্পূর্ণ অবৈধ। কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান মহাসড়ক থেকে চাঁদা আদায় করবেন না। আইনটি অমান্য করিলে তার বিরুদ্ধে দ্রæত আইনে মামলা দায়ের করা হবে।’
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইব্রাহীম জানান, অনেকেই জানে না মহাসড়ক থেকে সংগঠন কিংবা ব্যক্তি নামে চাঁদা তোলা অবৈধ। বিষয়টি বৈধ মনে করে রা¯Íায় নেমে পরেন। অনেকে ভুল বুঝিয়ে যুবকদের দিয়ে চাঁদা উত্তোলন করান। তাই আমরা সাধারণ মানুষকে সচেতন করতে মাইকিংয়ের এই উদ্যোগ নিয়েছি।