দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সদর থানা বিএনপির যুগ্ম-আহবায়ক আনোয়ার মাহমুদ বকুলের উদ্যোগে রান্না করা খাবার বিতরণ করা হয়।
মঙ্গলবার (৩০ মে) সকাল ৯ টায় নাসিক ১৩নং ওয়ার্ডস্থ গলাচিপা রুপারবাড়ী সংলগ্ন এলাকায় এই আয়োজন করা হয়।
এ সময়ে রান্না করা খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির চেয়ারপার্সনের সাবেক উপদেষ্টা এ্যাড. তৈমূর আলম খন্দকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির যুগ্ম-আহবায়ক ও বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মুকুল।
এসময়ে প্রধান অতিথির বক্তব্যে এ্যাড. তৈমূর আলম খন্দকার বলেন, আওয়ামী দু:শাসনে দেশের বর্তমান পরিস্থিতি একেবাইর নাজুক। যে দেশে জনগনের ভোটাধিকার নাই, গণতন্ত্র নাই, কথা বলার স্বাধীনতা নাই, রাষ্ট্রযন্ত্রকে জনগণের বিরুদ্ধে ব্যবহার করে। সেই দেশে উন্নয়নের নামে লুটতরাজ চলবে এটাই স্বাভাবিক। তাই আমি দেশবাসীকে আহবান করবো এখনই সময় গণতন্ত্র উদ্ধার আন্দোলনে সকলকে ঝাঁপিয়ে পরার।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির যুগ্ম-আহবায়ক হাজী নুরু উদ্দিন আহম্মেদ, সাবেক সহ-সভাপতি ফখরুল ইসলাম মজনু, নগর বিএনপির সাবেক সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন খান, নগর বিএনপির সাবেক যুগ্ম-সাধারন সম্পাদক নারুল হক চৌধুরী দিপু,
সাবেক দপ্তর সম্পাদক খোকন সাহা, সদর থানা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক সরকার আলম, বন্দর উপজেলা বিএনপির আহবায়ক এ্যাড. বিল্লাল হোসেন, সদস্য সচিব এ্যাড. আনিছুর রহমান মোল্লা, মহানগর জিয়া মঞ্চের আহবায়ক রানা মুজিব,
১৩নং ওয়ার্ড বিএনপি নেতা আব্দুল আউয়াল, সিরাজুল ইসলাম, বাবুল মিয়া, মিনার চাঁন, মিরাজুল ইসলাম, মিঠু আহম্মেদ, রনি, মহিউদ্দিন, জাহাঙ্গীর, সোহেল, মোক্তার হোসেন, রমজান, মোস্তফা, ফারুক মাল, মোহাম্মদ আলী, নজরুল ইসলাম, কামাল, জয়নাল আবেদীন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সংক্ষিপ্ত বক্তব্য শেষে উপস্থিত নেতৃবৃন্দরা মিলাদ ও দোয়ার পর অসহায় হতদরিদ্রদের মাঝে রান্না করা খাবার বিতরণ করেন।