দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: বন্দরে মাদক ব্যবসায় বাধা দেয়ায় আসিবুর রহমান পাপ্পু নামের এক যুবককে কুপিয়ে জখম করা হয়েছে।
সোমবার (২৯ মে) সন্ধ্যায় বন্দর উপজেলা রুস্তমপুর এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত আসিবুর রহমান পাপ্পুর মা আলো বেগম বাদী হয়ে মঙ্গলবার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
আহত আসিবুর রহমান পাপ্পু বন্দর উপজেলার পুরান বন্দর কাজীবাড়ি এলাকার পনির হোসেনের ছেলে।
অভিযুক্তরা হলেন, রুস্তমপুর এলাকায় জমির উদ্দিনের ছেলে হাসান, একই এলাকার জাহাঙ্গীর মিয়ার ছেলে জনি, নিজা মোল্লার ছেলে মাসুম, মৃত হারুন মিয়ার তপু, ফালু মিয়ার ছেলে সাগর ও তোতলা আরিফ।
অভিযোগে জানা যায়, বিভিন্ন সময় মাদক ব্যবসায় বাধা দেয়ার জেরে সোমবার সন্ধ্যায় রুস্তমপুর এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী হাসান ও জনির নেতৃত্বে পথরোধ এলোপাতাড়ি কুপিয়ে জখম করে এবং ডান পা ভেঙে ফেলে। পরে ডাকচিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে মাদক ব্যবসায়ীরা এ সময় থানায় মামলা করলে পরিবারের সবাইকে কুপিয়ে হত্যা করবে বলে হুমকি দিয়ে পালিয়ে যায়।
স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল ভিক্টেরিয়া নিযে যায়। পরে অবস্থা গুরুতর হওয়ায় ঢাকা মেডিকেল রেফার করলে সেখান থেকে পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়।
আসিবুর রহমান পাপ্পুকে চিকিৎসা দিয়ে ছেড়ে দিলে বন্দর থানায় ৬ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ৪/৫ জনকে আসামি করে অভিযোগ করেন।
এদিকে ওই সন্ত্রাসীদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছে স্থানীয় লোকজন। তাদের মাদক বেচাকেনা নিয়ে বাধা দিলেই নেমে আসে অমানুষিক নির্যাতন। এসব সন্ত্রাসীদের আতঙ্কে মুখ খুলতে কেউ রাজি নয়। দ্রুত এসব সন্ত্রাসীদের গ্রেফতার করে বিচারের দাবি জানান ভুক্তভোগীরা।