দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: ফতুল্লার দক্ষিণ শিয়াচরে মোঃ সোলেমানের বাড়ির তিতাস গ্যাসের অবৈধ লাইন বিচ্ছিন্ন করে দিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোং,নারায়ণগঞ্জ এর একটি টিম। ফতুল্লা জোনের উপ-ব্যবস্থাপক মোঃ সফিক‚ল ইসলামের নের্তত্বে ৪জুন রবিবার বেলা সাড়ে ৩ টায় এ অভিযান চালানো হয়েছে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে তিতাস গ্যাস ফতুল্লা জোনের ব্যবস্থাপক প্রকৌশলী মোঃ মশিউর রহমানের নির্দেশেনায় উপ-ব্যবস্থাপক মোঃ সফিকুল ইসলামের নেতৃত্বে তিতাস গ্যাসের একটি টিম ৪ জুন (রবিবার) বেলা সাড়ে ৩ টায় নারায়নগঞ্জ সদর উপজেলার ফতুল্লার দক্ষিণ শিয়ারে ইউনিকম টেক্সটাইল রোড সংলগ্ন মোঃ সোলেমান এর বাড়িতে অভিযান চালিয়ে অবৈধ গ্যাস লাইনের সংযোগ বিচ্ছিন্ন করেন।
তিতাস গ্যাস ফতুল্লা জোনের উপ ব্যবস্থাপক মোঃ সফিকুল ইসলাম জানান,মোঃ সোলেমান শিয়াচর মৌজার দাগ নং-৩৯৬ এ গত কয়েক বৎসর পূর্বে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোং,নারায়নগঞ্জ হতে একটি গ্যাস লাইন সংযোগ নেন। এরপর মোঃ সোলেমান প্রায় ৫/৬ মাস পূর্বে একই এলাকায় প্রায় আধা কিলোমিটার দূরে দক্ষিণ শিয়াচর ইউনিকম টেক্সটাইল রোড সংলগ্ন নব নির্মিত বাড়িতে একই নামে এলাকার লোকাল মিস্ত্রী দিয়ে রাতের আধাঁরে অবৈধ গ্যাস লাইন সংযোগ নেন বলে জানতে পেরে এ অভিযান চালানো হয়েছে।
এ ব্যাপারে মোঃ সোলেমানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।