দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: নারায়ণগঞ্জের বন্দর উপজেলাধীণ বন্দর ইউনিয়নের ১নং ওয়ার্ড দক্ষিন কলাবাগ রাস্তায় এখন জনসাধারণের জন্য নয়, যেন মরণ ফাঁদে পরিণত হয়েছে। রাস্তাটি সংস্কার না হওয়ায় প্রতিদিন দুর্ঘটনায় পড়ছে পথচারী ও সাধারণ মানুষ। এ রাস্তা দিয়ে যান চলাচল করা তো দূরের কথা। পায়ে হেঁটে যাওয়াও কষ্টসাধ্য। তবুও জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে শতশত মানুষ।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বন্দর ইউনিয়নের ১নং ওয়ার্ড দক্ষিন কলাবাগ রাস্তাটি ত্রীবেনীখাল ঘেষে গড়ে উঠেছে। এ রাস্তা সংস্কার না হওয়ায় সাধারন মানুষের চলাচলে একদম অনুপযোগী। ওই এলাকায় বসবাসরত সাধারন মানুষদের পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ।
এলাকাবাসীর দাবির মুখে জনপ্রতিনিধিদের বারবার প্রতিশ্রতি পাওয়ার পরও দীর্ঘদিন উন্নয়নের ছোঁয়া লাগেনি এই রাস্তাটি। ত্রীবেনী খালের পাশে হওয়ায় যেন ধীরে ধীরে খালের সাথেই পতিত হচ্ছে সড়কটি। দীর্ঘ সময়কাল ধরে সড়কটির সংস্কার না হওয়ায় বিশাল-বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। অসংখ্য জায়গা ভেঙে পড়াসহ মাটি সড়ে গিয়ে খালে পতিত হচ্ছে।
ওই পথ দিয়ে যাতায়াতের জন্য মানুষ সাকো তৈরী করে তার উপর দিয়ে বিকল্প পথ দিয়ে চলাচল করছে। সেই সাকোও ভেঙ্গে পড়েছে। যার জন্য ঘটতে পারে যে কোন সময় বড় দুর্ঘটনা।কখনো কখনো মানুষ অসুস্থ্য হলে ওই পথ দিয়ে যেতে যেতে বড় দূর্ঘটনার শিকার হচ্ছে।
এছাড়া এই এলাকার স্কুল-কলেজ ও মাদরাসার শিক্ষার্থীসহ শতশত মানুষকে উপজেলা ও শহরমূখি যোগাযোগ করতে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। এ রাস্তা দিয়ে বিশেষ করে গর্ভবতী নারী, অসুস্থ ও বয়স্ক লোকজনের যাতায়াত অধিক ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
স্থানীয়রা বলেন, দেশ ডিজিটাল হয়েছে কিন্তু রাস্তা এখনো ডিজিটাল হয় নাই। দক্ষিন কলাবাগ রাস্তাটি দীর্ঘদিন ধরে নাজুক অবস্থা। মানুষের এই এলাকা বসবাস করা দায় হয়ে উঠেছে। স্থানীয় চেয়ারম্যান ও মেম্বারদের একাধিকবার বলেও কোন লাভ হয় নাই। তারা প্রতিশ্রতি দেয় কিন্তু বাস্তবায়ন করে না। ভোটের সময় তাদের দেখা মিলে । এছাড়া তারা একটু খবরও নেয়না।
বন্দর ১নং ওয়ার্ড মেম্বার ইমন বলেন, বন্দর দক্ষিন কলাবাগ রাস্তাটি নিয়ে আমাদের চেয়ারম্যান এহসান উদ্দিন ভাই উদ্যোগ নিয়ে কাজও ধরেছিলেন কিন্তু গত বছর বর্ষা মৌসমে ভেকু দিয়ে মাটিও ফেলেছিলেন। মাটি সড়ে গিয়ে খালে পতিত হয়েছে। এরপর থেকে আর কাজ করা হয়নি। তবে আমাদের চেয়ারম্যান হ্জ¦ পালনে সৌদী আছেন। ওনি আসলেই যত দ্রæত সম্ভব এই সড়কটি মেরামত করা হবে।