দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম-আহবায়ক ও বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মুকুলের বাড়িতে পুলিশের অভিযানে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সংগঠনটির অন্যান্য নেতৃবৃন্দ।
মঙ্গলবার (১১ জুলাই) রাত ৮ টায় কবিলের মোড় এলাকায় পুলিশ এই অভিযান পরিচালনা করেন।
এদিকে, মহানগর বিএনপির বৃহত অংশের নেতারা অভিযানের বিষয় উলেøখ করে বলেন, ১২ জুলাই ঢাকা বিভাগীয় সমাবেশে যাতে বন্দর থানার আওতাধীন বিএনপির নেতাকর্মীরা যেতে না পারে। সেই জন্য পুলিশ অভিযানের নামে হয়রানী করছে।
এই ভাবে অন্যায় ভাবে কোন নেতার বাড়িতে অভিযানের নামে হয়রানী করা আওয়ামী পুলিশ বাহিনীর নীতিতে পরিনত হয়েছে। দেশের গণতন্ত্র, বাকস্বাধীনতা, মানুষের ভোটাধিকার হরণকারী আওয়ামী সরকারের বিরুদ্ধে বিএনপি রাজপথে ছিলো এবং থাকবে। কোন রক্তচোখু এই আন্দোলনকে থামাতে পারবে না।
আমরা মহানগর বিএনপির পক্ষ থেকে অভিযানের নামে আতাউর রহমান মুকুলের বাড়িতে পুলিশের হয়রানীর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা প্রশাসনকে বলবো আপনারা জনগণের সেবক হিসেবে দায়িত্ব নিয়েছেন। সেই দায়িত্ব সঠিক ভাবে পালন করতে শিখুন। ক্ষমতাশীনদের ইন্ধোনে জনগণের প্রতিপক্ষ হয়ে সাধারণ মানুষকে হয়রানী করবেন না।