দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড মেম্বার মাইনউদ্দিন আহম্মেদ মানিকের নিকট ১ লাখ টাকা চাঁদা দাবী করেছে চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ ইব্রাহীম।
চাঁদা দিতে অস্বীকার করায় ইব্রাহীম গংরা ইউপি মেম্বার মানিককে কুঁপিয়ে রক্তাক্ত জখম করেছে।
এ ব্যাপারে তাহমিনা ইসরাফিল বাদী হয়ে রুপগঞ্জ থানায় ইব্রাহীম কে প্রধান আসামী করে মামলা নং-৭ তারিখ ৩ /৭/২০২৩ ইং দায়ের করেছেন।
মামলার বিবরনে জানা যায়,বাদী তাহমিনা ইসরাফিলের ভাসুর মাইনউদ্দিন আহম্মেদ মানিক কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ড মেম্বার। তিনি খলা বাড়িরটেক কবরস্থানের রাস্তা মেরামতের কাজ করে আসছেন। উলাব গ্রামের চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ কাদিরের পুত্র ইব্রাহীমের নেতৃত্বে বড়ালু ভূইয়া বাড়ীর সাজ্জাতের পুত্র শাহীন ও শাকিল,
বড়ালু খন্দকার বাড়ীর সোলেমানের পুত্র সুলতান,আব্দুল নুরের পুত্র মোমেন,পাড়াগাঁয়ের রহমানের পুত্র করিম,খলা বাড়ীরটেকের তারা মিয়ার পুত্র জহিরুল,উলাব গ্রামের সালামের পুত্র আব্দুল কাদির সহ অজ্ঞাত নামা ৭/৮ জন সন্ত্রাসী এক লাখ টাকা চাঁদা দাবী করে।
আমার ভাসুর চাঁদা না দিয়ে এলাকার গন্যমান্য ব্যক্তিদের জানানে গত ২ জুলাই দুপুর আনুমানিক ২ ঘটিকার সময় ইব্রাহীমের নেতৃত্বে উলেখ সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে আচমকা হামলা চালায়। আমার ভাসুর মানিক কে হত্যার উদ্দ্যেশ্য ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর জখম করে।
এলাকাবাসী সুত্রে জানা যায়,উলেøখিত সন্ত্রাসীরা নাজমুলের নেতৃত্বে এলাকায় চাঁদাবাজি সহ নানান অপকর্ম করে বেড়ালেও পুলিশ রহস্য জনক ভূমিকা পালন করে। এই সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে গত ৩ মাসে ৩ টি মামলা দায়ের করা হয়। সেগুলো হলো ১৬/২৮৯,১২/১৩২ ও ৫৩।
এদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ আদালতে আরো মামলা বিচারাধীন রয়েছে।
দিনে দুপুরে একজন বর্তমান জনপ্রতিনিধি কে কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করায় ইব্রাহীম বাহিনীর ভয়ে আতংকে দিনযাপন করছে এলাকাবাসী।
অতি দ্রæত মামলার আসামীদের গ্রেফতার করে আইনগত ব্যবস্থা গ্রহনে পুলিশ সুপারের হ¯Íক্ষেপ কামনা করেন ভুক্তভোগী সহ এলাকাবাসী।