দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন আল আমিন নগরে ফালানীর জমি দখল করে নিয়েছে আল আমিন নগরের শীর্ষ সন্ত্রাসী ভূমিদস্যু রতন সরদার ও ইকবাল সরদার।
ঘটনাটি ঘটেছে গত সোমবার (১০ জুলাই) সকালে আল আমিন নগরে।
জমির মালিক ফালানী জানান,প্রায় ১২/১৩ বছর আগে আমার মা মৃত সাজেদা বেগম ২ শতাংশ জমি আমার নামে লিখে দেন। আমি দুইটি রুম তুলি। এর মধ্যে একটি মুদির দোকান ভাড়া দেই। মাসিক ভাড়া আড়াই হাজার টাকা। উক্ত এলাকার শীর্ষ সন্ত্রাসী ও ভূমিদস্য মোহন সরদারের ছেলে রতন সরদার,
নান্নু সরদারের পুত্র ইকবাল সরদার, নান্নু সরদার এর পুত্র সিরাজ, রশিদ ওরফে রইশা, রতনের পুত্র মামুন, চান মিয়ার পুত্র দেলু সহ অজ্ঞাতনামা সাত আট জন সন্ত্রাসী আমার নিকট ২ লাখ টাকা চাঁদা চায়। চাঁদা দিতে না পারায় ভাড়া দেয়া দোকানের ১৫ মাসের ভাড়া তুলে নেয়।
আমি ২০২২ সালে আমি রতন সরদার গংদের বিরুদ্ধে পিটিশন মামলা নং-৩৯১ দায়ের করি।
উক্ত ভূমিদস্যু ইকবাল ও রতন গংরা সোমবার সকালে আমার বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর,লুটপাট ও অগ্নিসংযোগ করে জমি দখল করে নেয়। আমার কষ্টে গড়ে তোলা দোকান ও ঘরের টিন খুলে চর্তুদিকে বেড়া দিয়ে দেয়।
প্রকাশ্যে আমার জিনিস পত্র আগুনে পুরিয়ে ফেলে।থানায় গেলেও পুলিশ কোন ব্যবস্থা নেয়নি। আগামী কাল কোর্টে মামলা করবো।