দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: বক্তাবলীর আকবরনগর গ্রাম থেকে নারায়ণগঞ্জ কোর্টে হাজিরা দিতে যাওয়ার সময় সামেদ আলী বাহিনীর থার্ড ইন কমান্ড কাদির গংদের হামলায় ৩ জন রক্তাক্ত জখম হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২০ জুলাই) সকাল পৌনে ১০ টায় নারায়ণগঞ্জ কোর্ট সংলগ্ন বটতলা এলাকায়।
গুরুতর আহত আলী আকবর, রিয়াজুল ও আমিনুলকে স্বজনরা উদ্ধার করে চিকিৎসার জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে যায়।
আহত ও তাদের স্বজনরা জানান, আকবর নগরের মূর্তিমান আতংক সামেদ আলীর দায়েরকৃত মিথ্যা মামলার হাজিরা দিতে কোর্টে গেলে পূর্ব থেকে উৎপেতে থাকা দুলাল সিপাই এর পুত্র সন্ত্রাসী কাদিরের নেতৃত্বে ২০ থেকে ২৫ জন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আমাদের উপর হামলা চালায়।
এতে করে আকবর নগরের শহর আলীর পুত্র আলী আকবর, শহর আলী খানের পুত্র রিয়াজুল,কাদিরের পুত্র আমিনুলকে কুপিয়ে রক্তাক্ত জখম করে। এর আগেও কোর্টে হাজিরা দিতে এসে সামেদ আলি বাহিনীর হাতে দুইবার গুরুত্ব জখম হয় মামলার বিবাদীরা। এদিকে আদালত পাঙ্গনের সামনে হামলায় আহতরা জীবনের ঝুঁকি নিয়ে কোর্টে আসছেন বলে জানান।
বৃহস্পতিবার সকালে দুলাল সিপাই এর পুত্র কাদিরের নেতৃত্বে সালেম সিপাহির পুত্র বিল্লাল, শহীদ কসাইয়ের পুত্র শাহ আলী, করিমের পুত্র মুজাহিদ ও মোজাব্বির, শুকুর আলীর পুত্র শাকিল,সাইফ উদ্দিনের পুত্র ইমরান, সুজার পুত্র অলি, দুলাল সিপাই এর পুত্র সেলেম, রূপচানের পুত্র সুমন, তাহের আলীর পুত্র সাইদুল, শাকিল ও জাহিদ,কাশেমের পুত্র আমিন সহ অজ্ঞাত নামা আরো ১০/১৫ জন অর্তকিত ভাবে হামলা চালিয়ে পিটিয়ে ও কুপিয়ে রক্তাক্ত জখম করে ফেলে রেখে পালিয়ে যায়।
আহতরা জানান,দূর্ধুর্ষ সন্ত্রাসী সামেদ আলী একটি মামলায় সাজাপ্রাপ্ত আসামী হওয়ায় এলাকা ছেড়ে ফতুল্লার লামাপাড়া এলাকায় বহুতল ভবন করে চলে যায়। সেখান থেকে দলবল নিয়ে কোর্টে হাজিরা দিতে আসা লোকজনের উপর হামলা চালায়।
এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করতে পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগী মহল।