দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে আদমজী-চাষাঢ়া সড়কের সুফিয়া ফার্নিচারের অপর দিকের লেকের পাড় থেকে সিদ্ধিরগঞ্জ থানার এসআই ইয়াউর রহমান লাশটি উদ্ধার করেন।
এসআই ইয়াউর রহমান জানান, লেকের পাড়ে নবজাতকের লাশ দেখে মানুষজন থানায় ফোন দেন। পরে আমরা সেখানে গিয়ে উদ্ধার করেছি। নবজাতকের বয়স একদিন হবে। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।