দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে এনায়েতনগর ইউনিয়ন ৬নং ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।
১৯ আগষ্ট শনিবার বাদ যোহর ধর্মগঞ্জ চটলার মাঠে আয়োজিত অনুষ্ঠানে এনায়েতনগর ইউনিয়ন ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মাহমুদুল হাসান স্বপনের সভাপতিত্বে, সাধারন সম্পাদক বাবুল আজাদের সার্বিক তত্বাবধানে ও ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক লীগ নেতা মোশারফ হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বাবু চন্দন শীল।
বিশেষ অতিথি ছিলেন ফতুল্লা থানা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও এনায়েতনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আসাদুজ্জামান, ফতুল্লা থানা আওয়ামী লীগের মহিলা সম্পাদক নাসিমা আকতার বিউটি এনায়েতনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুর রাজ্জাক মাষ্টার, সাধারণ সম্পাদক মোঃ কামাল উদ্দিন চৌধুরী, আওয়ামী লীগ নেতা জাকির বেপারী, জামিল হোসেন সহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি বাবু চন্দন শীল বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে করে বলেন, বেশী বাড়াবাড়ি করবেন না। বাড়াবাড়ি করলে কিন্তু আবারো কাশিমপুর কারাগারে পাঠিয়ে দিবো। আন্দোলনের নামে দেশের সাধারন মানুষকে হয়রানী করলে ভালো হবেনা। প্রধানমন্ত্রী উন্নয়ন আজ বিশ্বব্যাপী আলোচিত।
আগামীতেও শেখ হাসিনা পুনরায় ক্ষমতায় আনতে হবে বলে চন্দন শীল বলেন, বাংলাদেশের উন্নয়নের জন্য তাকে প্রয়োজন আর নারায়ণগঞ্জের উন্নয়নের জন্য শামীম ওসমানকে প্রয়োজন। এনায়েতনগরবাসীর উদ্যোশে তিনি বলেন, অত্র ইউনিয়নটি আমার কাছে বেশী পরিচিত। কারন বিএনপি ২০০১ সালে ক্ষমতায় আমার পর যখন ২০০৫ সালে প্রধানমন্ত্রী মারার জন্য বিএনপি হামলা চালায় সে সময় বেশীরভাগই কেটেছে পঞ্চবটী এলাকায়।
সেখানে পুলিশ দিয়ে আমাদের আন্দোলনে বাধা দিয়েছিলো বিএনপি। অত্র ইউনিয়নের প্রতিটি মানুষকে জেলা পরিষদে চায়ের দাওয়াত রইলো। সেখানে গিয়ে এক কাপ চা খেয়ে আসবেন এবং আপনাদের যে সকল সমস্যা রয়েছে তা বলবেন আমি তা ধীরে ধীরে সম্পন্ন করবো।
এ সময় জাতির জনকের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও দুঃস্থদের মাঝে রান্না করা খাবার বিতরন করা হয়েছে।