দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: জেলা গোয়েন্দা পুলিশ নগদ জাল ৭ লাখ ৮০ হাজার টাকা,জাল নোট জাপানোর সরঞ্জাম সহ ৩ জনকে আটক করেছে।
শনিবার (৭ অক্টোবর) দুপুর ১ টায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন এ কথা জানিয়েছেন পুলিশ সুপার গোলাম মো¯Íফা রাসেল।
সংবাদ সম্মেলন দেয়া তথ্য তুলে ধরা হলোঃ
নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা শাখা ‘খ’ জোন কর্তৃক বিশেষ অভিযানে নগদ ৭,৮০,০০০/- জাল টাকা এবং জাল নোট ছাপানোর সরঞ্জামসহ তিনজন আসামী গ্রেফতার।
গ্রেফতার হচ্ছেন ফেনীর আকরামপুরের মৃত.আবু তালেবের ছেলে আলমগীর হোসেন,চাদঁপুর ফরিদগঞ্জের মৃত.আবদুল রশিদের ছেলে মোঃ রাসেল,কুড়িগ্রামের রামখানা কদমতলা এলাকার আজিজ রহমানের ছেলে মো.রুবেল ইসলাম@ হৃদয়।
তারা জানান, গত ৬ অক্টোবর বিকেল সোয়া ৪টায় নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা ‘খ’ জোনের ইনচাজেরও নেতৃত্বে একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, সিদ্ধিরগঞ্জ থানাধীন মিজমিজি ওয়ার্ড নং-০২ বøক সি, ৩১৩/১, আব্দুল আজিজ মোলøার ভাড়াবাড়ির ৪র্থ তলায় কতিপয় আসামীরা জালনোট প্রস্তুত করে বিক্রয় করে আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে অভিযানিক দলটি সিদ্ধিরগঞ্জ থানাধীন মিজমিজি, ওয়াড নং-০২ বøক সি, ৩১৩/১, আজিজ মোলøার ভাড়াবাড়ির ৪র্থ তলায় অভিযান পরিচালনা করে ৩ জন আসামীকে জাল নোট প্রস্তুত করা অবস্থায় গ্রেফতার করে এবং নগদ ৭,৮০,০০০/- জাল টাকা, ০১টি ল্যাপটপ, ০১টি প্রিন্টার, জালনোট তৈরির ডাইস ০৩টি,জালনোট তৈরির গøাস ০২টি, ট্রেসিং পেপার ০১ কেজি, অ ৪ পেপার ২৫০ পেজ ও জাল নোট ছাপানোর প্রিন্টারে ব্যবহারের বিভিন্ন রংয়ের কালি উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা জানায়, জাল নোট প্রস্তুত করে বিভিন্ন ধর্মীয় উৎসব (ঈদ,পূজা,পহেলা বৈশাখ) সহ বিভিন্ন সময় ঢাকাসহ আশ-পাশের সকল জেলায় জালনোট বিক্রয় করে থাকে। উক্ত ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় ধৃত আসামীদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।