দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: “আপনার নাগালেই পরিচ্ছন্ন হাত” এই প্রতিপাদ্যে নারায়ণগঞ্জ জেলায় বিশ্ব হাত ধোয়া দিবসের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের কার্যালয়ে এ দিবসের উদ্বোধন ঘোষনা করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও স্বাস্থ্য অধিদপ্তর নারায়ণগঞ্জের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মাহমুদুল হক।
এসময় প্রধান অতিথির বক্তব্যে মাহমুদুল হক বলেন, প্রচুর রোগব্যাধি হচ্ছে এখন। এই জন্য বিশ্ব হাত ধোয়া দিবসটা আপনার জন্য অনেক গুরুত্বপূর্ন। জীবাণু গিয়ে পেটে আমাদের বিভিন্ন রোগের সৃষ্টি হয় তার অন্যতম কারন হলো হাত না ধুয়ে খাওয়া এই জন্যই আজকের দিবসটি।নিজে, নিজের পরিবার,সোসাইটি ও স্কুলে সকলকে বলবো আমরা যেন হাত ধুয়ে খাই। আমরা এটা আন্দোলন হিসেবে নিতে পারি এবং যথাযথ প্রক্রিয়ায় হাত ধোয়ে যেকোন খাবার খাবো।
তিনি আরো বলেন,আমরা দেখেছি করোনার সময় বিশ্ব যখন কোভিড আক্রান্ত তখন ২০ সেকেন্ড হাত ধোয়ার কথা বলেছিলো স্বাস্থ্য অধিদপ্তর এবং আমরা হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার শুরু করলাম। আমাদের এখনো যারা স্বল্প শিক্ষিত বা অশিক্ষিত তারা ঠিকমত হাত ধোয় না তাদেরকে আমাদের সচেতন করতে হবে সেই লক্ষ্যে আজকের বিশ্ব হাত ধোয়া দিবসের এখানে শুভ উদ্বোধন ঘোষনা করবো।
বক্তব্য শেষে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীদের নিয়ে বিশ্ব হাত ধোয়া দিবসটির উদ্বোধন ঘোষনা করেন জেলা প্রশাসক এবং শিক্ষার্থীরা সাবান,পানি ব্যবহার করে হাত ধূত করে।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসন,স্বাস্থ্য অধিদপ্তর, নারায়ণগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ে কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা।