দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ অবরোধের দ্বিতীয় দিনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এবং এশিয়ান হাইওয়েতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন বিএনপির নেতাকর্মীরা।
বুধবার (১ নভেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড প্রো-অ্যাকটিভ হাসপাতাল সংলগ্ন এবং এশিয়ান হাইওয়ের সোনারগাঁয়ের নয়াপুর এলাকায় এ বিক্ষোভ করেন তারা।
দলীয়সূত্রে জানা যায়, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নানের নির্দেশে এশিয়ান হাইওয়েতে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে সোনারগাঁ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ সময় মিছিল থেকে অবরোধের পক্ষে বিভিন্ন শ্লোগান দিতে দেখা যায়। একপর্যায়ে পুলিশ এসে ধাওয়া দিলে তারা ছত্রভঙ্গ হয়ে যান।
অপরদিকে জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিনের নির্দেশে ফতুলøা ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির নেতাকর্মীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় টায়ার পুড়িয়ে বিক্ষোভ করেন। এ সময় তার কিছুক্ষণ মহাসড়কে অবস্থান করে চলে যান।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, চলমান বিচারহীনতা, দ্রব্যমূল্যের অব্যাহত ঊর্ধ্বগতি, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আন্দোলনরত বিভিন্ন দলের সহস্রাধিক নেতাকর্মীদের গ্রেফতার, অবৈধ সরকারের পদত্যাগসহ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার একদফা দাবিতে আমাদের এ অবরোধ কর্মসূচি। দাবি পূরণ না হলে আগামীতে আরও বড় ধরনের কর্মসূচি পালন করবো।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) চাইলাউ মারমা বলেন, গুরুত্বপূর্ণ মহাসড়ক ছাড়াও নারায়ণগঞ্জের কোথাও কেউ যেন অরাজকতা সৃষ্টি না করতে পারে এজন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। পাশাপাশি যেকোনো বিশৃঙ্খলা রোধে তারা সতর্ক অবস্থানে আছে।