নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর দুধবাজার এলাকায় প্র্রিমিয়াম সিমেন্ট ফ্যাক্টরীর মাল বাহী ট্রাকের চাপাঁয় জামাল হোসেন নামে এক যুবক নিহত ও মাসুদ মিয়া আহত হয়েছে।
ঘটনাটি ঘটেছে সোমবার (৯ সেপ্টেম্বর) ভোর পৌনে ৫ টায়।
বিক্ষুব্ধ জনতা সকাল থেকে দুপুর ১ টা পর্যন্ত ঢাকা – মুন্সিগঞ্জ সড়ক অবরোধ করে রাখে।
নিহতের ভাতিজা আসাদ জানান, ভোর পৌনে ৫ টায় চাচা জামাল হোসেন ও তার ভায়রা মাসুদ অটো রিক্সা গ্যারেজে যাওয়া পথে দ্রুতগামী প্রিমিয়ার সিমেন্ট ফ্যাক্টরী মালবাহী গাড়ী চাপা দিলে ঘটনা স্থলে জামাল নিহত হয়।
গুরুতর আহত মাসুদকে স্বজনরা উদ্ধার করে ঢাকা পঙ্গু হাসপাতালে নিয়ে যায়।
নিহত জামাল হোসেন গোগনগর উত্তর মসিনাবন্দ এলাকার ভাষানী সরদারের পুত্র, গুরুতর আহত মাসুদ কামরাঙ্গীর চর এলাকার আবুল মিয়ার পুত্র।
নিহত জামাল ও আহত মাসুদ সম্পর্কে ভায়রা। তারা অটো রিক্সা চালাতো।