নাসিক ১৬নং ওয়ার্ড কাউন্সিলর মোঃনাজমুল আলম সজলের উদ্যোগে বাংলাদেশ নির্বাচন কমিশন ও নারায়নগঞ্জ সিটি কর্পোরেশনের সহযোগীতায় ১৬নং ওয়ার্ডের নতুন ভোটারদের ছবি তুলার আনুষ্ঠানিক ভাবে কার্যক্রম শুরু হয়েছে।
বৃহস্পতিবার(১২সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে নতুন ভোটারদের দেওভোগ পাকা রোডে অবস্থিত ২২/২৩নং দেওভোগ আদর্শ বালক/বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছবি তুলা কার্যক্রম শুরু হয়।
১২সেপ্টেম্বর দেওভোগ ওয়েষ্ট রোড দক্ষিন,এল এন এ রোড দক্ষিন,দেওভোগ পাকারোডের নতুন ভোটারদের ছবি তুলা হয় বিদ্যালয়ে এবং ভোটারদের সাথে করে জন্মনিবন্ধন অনলাইন ফটোকপি,বাবা-মায়ের ভোটার আইডি কার্ডের ফটোকপি ও শিক্ষাগত যোগ্যতারভ সনদপত্রের ফটোকপি নিয়ে আসতে হবে।
নাসিক ১৬নং ওয়ার্ডের নতুন ভোটারদের ছবি তুলা কার্যক্রম চলবে ১২ সেপ্টেম্বর থেকে ১৫সেপ্টেম্বর ২২/২৩নং দেওভোগ আদর্শ বালক/বালিকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।