দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ ক্ষমতার মসনদে বসার আগেই মহিলা ডিগ্রী কলেজের গভর্নিং বোর্ডের সভাপতিকে কেন্দ্র করে জামালপুরের ইসলামপুর উপজেলা বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ধাওয়া পালটা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাত ৮টার সময় ইসলামপুর বাজার ও ইসলামপুর বাজার রেলওয়ে স্টেশন এ সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা যায়, মঙ্গলবার দুপুর ২টার সময় ইসলামপুর এম,এ সামাদ পারভেজ মেমোরিয়াল মহিলা ডিগ্রী কলেজের গভর্নিং বোর্ডের সভাপতি কে কেন্দ্র করে এই আধিপত্য বিস্তার হয়। সেই সূত্রে রাত ৮টার সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরল ইসলাম নবাব গ্রুপের সঙ্গে সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক নবী নেওয়াজ খাঁন বিপুল গ্রুপের সাথে পুনরায় সংঘর্ষ বাধে। এতে উভয় গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয় ও ভাঙচুর হয় কেউ হতাহত হয়নি ।
সাবেক বিএনপির সাধারণ সম্পাদক নবী নেওয়াজ খাঁন বিপুল বলেন, স্বৈরশাসক, খুনি শেখ হাসিনা গত ৫ আগস্ট ছাত্র জনতা বৈষম্য বিরোধী আন্দোলন মধ্য দিয়ে পদত্যাগ করতে বাধ্য হয়।
ইসলামপুর থানার ওসি সাইফুল্লাহ বলেন, মঙ্গলবার সন্ধ্যা ৭টায় ইসলামপুর বাজারে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে করে দুই পক্ষের বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মাঠে কাজ করছে।