নারায়ণগঞ্জের রূপগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০১৯ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেলে উপজেলার সরকারি মুড়াপাড়া কলেজ মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় দাউদপুর ইউনিয়ন ৪-১ গোলে রূপগঞ্জ ইউনিয়নকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। পরে খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক)।
এসময় আরো উপস্থিত ছিলেন, তারাবো পৌর মেয়র হাছিনা গাজী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম, সহকারী কমিশনার ভুমি তরিকুল ইসলাম, মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ আলমাছ, দাউদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীর মাষ্টার, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আশিকুল ইসলাম খোকন, জেলা ছাত্রলীগের উপ-অর্থবিষয়ক সম্পাদক ইমন হাসান, দাউদপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি হুমায়ুন কবির, আরিফুল হক সাগর, আনোয়ার মেম্বার, নাহিদ সরকার শিপন প্রমুখ।