দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মতিউর রহমান মতিকে গ্রেফতার করা হয়েছে। এসময় তার ছেলে বাবুইকেও পুলিশ হেফাজতে নেয় পুলিশ।
রোববার রাত দুইটার সময় অভিযান চালিয়ে পিতা-পুত্রকে গ্রেফতার করে ডিএমপি ভাটারা থানা পুলিশ।
গ্রেফতার মতিউর রহমান মতি ৬ নং ওয়ার্ড এলাকার মৃত বাদশা মিয়ার ছেলে। মতি সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের আহ্বায়ক।
বিষয়টি নিশ্চিত করেছেন ভাটারা থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সুজন হক। তিনি বলেন, রাজনৈতিক মামলায় মতি ও তার ছেলেকে গ্রেফতার করা হয়েছে।
আসামিদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হবে কিনা জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ‘যেহেতু মামলাটি থানার, তাই এখানকার আদালতেই পাঠানো হবে।’