দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ আলীরটেক ইউনিয়ন বিএনপি ও ওয়ার্ড নেতৃ্বৃন্দের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ ফেব্রুয়ারী) বিকেলে আলীরটেক পুরান বাজার এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহমান।
এসময় সভাপতি তার বক্তব্যে বলেন, বিগত ১৭ বছর আমরা বিভিন্ন মামলা-হামলার শিকার হয়েছি, মুখ খুলে কিছু বলতে পারিনি। পরিবার ছেড়ে দিনের পর দিন দূরে থেকেছি। এমনও সময় গেছে খাবার রেখেই উঠে যেতে হয়েছে। অথচ এমনও মানুষ এখন দেখা যায় যারা কোন আন্দোলন সংগ্রামে ছিলোনা কিন্তু আজকে তারাই কিনা বিএনপির বদনাম করছে। বিগত দিনগুলোতে যে ভোট হয়েছে সেটাকে ভোট বলা চলেনা। কারন তার আগের দিন রাতেই ব্যালট বাক্স পূর্ণ হয়ে যেতো। গত ৫ আগষ্ট ফ্যাসিষ্ট সরকারের পতনের পর এখন আমরা নিজেদের মত করে কাজকর্ম সম্পাদন করতে পারছি।
তিনি আরও বলেন, যেহেতু আমাদের নিজেদের কোন দলীয় কার্যালয় নেই তাই সকলের মতামতের ভিত্তিতে কার্যালয় তৈরির ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে। আগামীতে দলকে শক্তিশালী করে গড়ে তুলতে হলে আমাদের নীতি নির্ধারনি ঠিক করে প্রতিটি ওয়ার্ডে নতুন আঙ্গিকে কমিটি গঠন করতে। আপনাদের সহযোগিতা ছাড়া যেটা কখনোই সম্ভব না। তাই দলকে শক্তিশালী ভাবে গড়ে তুলতে হলে আপনাদের সকলের সহযোগীতা প্রয়োজন।
সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বলেন, আল্লাহ পাক কখনো জুলুম সহ্য করেন না। তার প্রমান আপনারা গত ৫ আগষ্ট দেখেছেন। শেখ হাসিনা তার নেতাকর্মীদের ফেলে পালিয়েছেন কিন্তু আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া শত মামলার শিকার হয়েও কখনো আমাদের ছেড়ে যান নি। কিন্তু আজকে আমাদের ভিতরে দ্বন্ধ তৈরি হচ্ছে, যাতে করে দেশ নায়ক তারেক রহমানের বদনাম হয়। আমরা কোন চাঁদাবাজি বা সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত নই।
তিনি আরও বলেন, গোপনের চাইতে প্রকাশ্য শত্রু ভালো। যদি আমাকে পছন্দ না করেন সরাসরি বলে দিবেন পদ ছেড়ে দিবো। কিন্তু আমি বিএনপিকে ছাড়তে পারবোনা। যদি দলের প্রয়োজন তাহলে আমি পদ ছেড়ে দিবো কিন্তু দয়া করে কেউ প্রতিহিংসামূলক রাজনীতি আমার সাথে করার চেষ্টা করবেন না। কে নৌকা নিয়ে দাড়াঁলো আর কে কি করলো সেটা আমার দেখার বিষয় না, সেটা দেখবে দল। দলীয় নেতৃবৃন্দের সাথে কথা হয়েছে তারা বলেছেন, কোন পকেট কমিটি হবেনা। বিগত দিনে যারা মামলা-হামলার শিকার হয়েছে তাদেরকে যাচাই-বাছাই করে আনুষ্ঠানিকভাবে কমিটি দেয়া হবে। একটা কথাই বলবো, মানুষকে ঘৃনা করবেন না আর দলের ক্ষতি করবেন না। যদি আমরা সবাই ঐক্যবদ্ধ থাকি তাহলে আমাদের বিরুদ্ধে কেউ কোন ষড়যন্ত্র করে পার পাবেনা।
আলীরটেক ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহবুবুল আলম জুলহাস এর সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন সরকার, সাংগঠনিক সম্পাদক আওলাদ হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ।