দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ নারায়ণগঞ্জ জেলা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন লিটনের ছোট ভাই ইঞ্জিনিয়ার শেখ আব্দুর রহমান রিপনের প্রথম মৃত্যু বার্ষিকী অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে পরিবারের পক্ষ থেকে মিলাদ, দোয়া ও কবর জিয়ারত অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ মার্চ) বাদ আছর গলাচিপা রেল লাইন জামে মসজিদে মিলাদ ও দোয়া এবং বাদ এশা মরহুমের গলাচিপাস্থ নিজ বাস ভবনে মিলাদের আয়োজন করা হয়।
মিলাদে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শহিদুল্লাহ রাসেল, সাধারণ সম্পাদক উজ্জল হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ হোসেন, অর্থ সম্পাদক গাফফার হোসেন লিটন সহ পরিবারের সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।