পুলিশের বাধার মুখে পন্ড হয়ে গিয়েছে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের মানববন্ধন কর্মসুচি।
বুধবার (২৫ সেপ্টম্বর) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খালেদা জিয়ার মুক্তির দাবিতে প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন মহানগর শ্রমিক দলের নেতৃবৃন্দ।
এসময় নেতৃবৃন্দরা ব্যানার নিয়ে কর্মসূচি পালন করার জন্য দাড়ালে পুলিশ তাদেরকে বাধা প্রদান করে। এক পর্যায় নেতাকর্মীদের ব্যানার টেনে নিয়ে যায় পুলিশ।
পরবর্তীতে এই ঘটনার তাৎক্ষনিক প্রতিক্রিয়াতে এ্যাড. তৈমূর আলম খন্দকার বলেন, আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি সহ দেশের চলমান পরিস্থিতি বিষয়তুলে ধরার জন্য কর্মসূচি পালন করতে এসেছি। কিন্তু আমাদের এই শান্তিপুর্ন কর্মসূচিতে পুলিশ বাধা প্রদান করছে। যে দেশে ক্ষমতাসীনদের নেতারা অর্থের লোভে পড়ে মাদক ও ক্যাসিনোর মত অবৈধ ব্যবসায় জড়িয়ে পরে। অথচ এর প্রতিবাদ করার মত কোন পরিবেশ থাকে না। সেখানে মানুষের কতটুকু বাক স্বাধীনতা আছে তা সকলেরই জানা।
আমরা সাংবাদিক ভাইদের মাধ্যমে সকলকে জানাতে চাই দুর্নীতিগ্রস্থ নেতাদের অধীনে দেশ চলতে পারে না। সরকার বিচার ব্যবস্থা, প্রশাসনিক স্বাধীনতা সহ সর্বক্ষেত্রে তাদের নিয়ন্ত্রনে চালাচ্ছেন। আজ দেশের মানুষ দুর্বিষহ যন্ত্রনার মধ্য দিয়ে দিন অতিবাহিত করছে। এই পরিস্থিতি মোকাবিলায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
মহানগর শ্রমিক দলের আহবায়ক এস এম আসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দলের চেয়ারপার্সনের উপদেষ্টা এ্যাড. তৈমূর আলম খন্দকার, প্রধানবক্তা হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ এ্যাড. আবুল কালাম।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সহ-সভাপতি এ্যাড. জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুর সবুর খান সেন্টু, এ্যাড. আবু আল ইউসুফ খান টিপু, মহানগর শ্রমিক দলের সদস্য সচিব আলী আজগর, যুগ্ম-আহবায়ক মনির মল্লিক, ফজলুল হক, জামাই মনির, লিটন, শরীফ, সামসুউদ্দিন, জুয়েল মাহমুদ,
পরিবহন শ্রমিক দল নেতা ফারুক হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিক দলের সভাপতি আকবর, বন্দর থানা সভাপতি বাবুল,সাধারণ সম্পাদক হুমায়ুন, সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিকদল সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সদর থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আজিম সরদার, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ।