মুক্তিযোদ্ধা কামরুজ্জামান কামুর জমি দখলবাজ আন্ডা রফিকের কাছ থেকে উদ্ধারে মানববন্ধন করেছে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড।
সোমবার নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড নারায়ণগঞ্জ জেলা আহবায়ক শরীফউদ্দিন সবুজের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উক্ত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার এড. নুরুল হুদা,সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহজাহান ভূইয়া জুলহাস,কামরুজ্জামান কামুর ছেলে মোঃ মুকিত রহমান,স্ত্রী মনোয়ারা বেগম,পুত্রবধু ফাতেমা রহমান,নাতনী রওশনারা নিশা,মোঃ রাজন প্রমুখ।
বক্তারা বলেন,রুপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের রফিকুল ইসলাম রফিক অনেকের জমি দখল করে নিয়েছে। মুক্তিযোদ্ধারাও আন্ডা রফিকের ভূমিদস্যুপনার হাত থেকে রেহাই পায়নি।আন্ডা রফিকের অবৈধ দখল থেকে মুক্তিযোদ্ধা পরিবারের জমি উদ্ধারে পুলিশ সুপার সহ আইন শৃংখলার বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন। নইলে বৃহত্তর কর্মসূচি পালন করা হবে বলে হুশিয়ার উচ্চারণ করেন।