বুয়েটের মেধাবী
ছাত্র
আবরার
ফাহাদ
হত্যা কারীর সর্বোচ্চ শাস্তির দাবীতে
ইসলামী
শাসনতন্ত্র ছাত্র
আন্দোলন সরকারী
তোলারাম কলেজ
শাখা
মানববন্ধন করেছে।
বৃহস্পতিবার (১০অক্টোবর) সকালে
নারায়নগঞ্জ কেন্দ্রীয় শহীদ
মিনারের সামনে
এই
মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে সংগঠনটির নারায়নগঞ্জ মহানগর শাখার সভাপতি মুহাম্মদ ইমদাদুল হক বলেন, ১৯৭১ সালে ছাত্র সমাজ বাঙালীর মর্যাদা ও ন্যায় বিচারের দাবীতে মুক্তিযোদ্ধে ঝাপিয়ে পড়েছিলো।এই দেশ স্বাধীন হয়েছে অনেক রক্ত ও ত্যাগের বিনিময়ে কিন্তু এই বাংলার মাটিতে আজো বাঙালীরা বাকস্বাধীনতা পায়নি।
দেশের মানুষ নিজের দেশের কথা বলতে পারছেনা। আজ ছাত্র সমাজ অন্যায়ের প্রতিবাদ করতে গেলে সরকার দলীয় ক্যাডার ছাত্রলীগ তাদের উপর হামলা চালায়। আপনারা জানেন প্রতিটা বিশ্ববিদ্যালয়ে চলছে ছাত্রলীগের নির্মম অত্যাচার। তাদের অত্যাচারে বলি হতে হয় মেধাবী ছাত্রদের।আপনারা জানেন নিজের দেশকে নিয়ে কথা বলতে গিয়ে গত রবিবার বুয়েটের এক মেধাবী ছাত্র আবরার ফাহাদকে বুয়েটের শেরে বাংলা হলের ২০১১ রুমে পৈশাচিক নির্যাতন করে হত্যা করেছে ১১/১৫ জন ছাত্রলীগের কর্মীরা।
আবরারের হত্যাকারীরা বলছে সে নাকি ছাত্র সংগঠনের সাথে জড়িত ছিলো তার জন্য তাকে হত্যা করেছে কিন্তু বাংলাদেশে অনেক ছাত্র সংগঠন আছে বিশ্ববিদ্যালয় গুলোতে কোনটা নিবন্ধত করা আবার কোনটা অনিবন্ধিত। তাই বলে ভার্সিটিতে পড়তে গেলে ছাত্রলীগ করতে হবে, না করলে ভার্সিটিতে পড়তে দেওয়া হবে না। আর এর প্রতিবাদ করলে খুনের শিকার হতে হবে।
আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আবরার ফাহাদ হত্যার সুষ্টু তদন্ত করে অপরাধীদের সর্বোচ্চ শাস্তি দাবী করছি। যাতে আগামী দিনে আবরার ফাহাদের মত আর কাউকে জীবন দিতে না হয়। এর মূল কারন হলো তাদের ভিতরে ইসলামী আদর্শ অনুপস্থিত। তারা যে আদর্শে চলে তাতে দেশের সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সম্ভব নয়। কারন নিম গাছ লাগিয়ে কাঁঠালের আশা করা যায় না।তাই ছাত্র সমাজকে বলবো ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের ছায়াতলে এসে প্রতিটা ক্যাম্পাসকে আদর্শ ছাত্র রাজনীতি চর্চা করার।
আবরার হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবীতে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন সরকারী তোলারাম কলেজ শাখার আয়োজনে মানববন্ধনটি সরকারী তোলারাম কলেজ শাখার সভাপতি তাজউদ্দীন আহমাদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মুহাম্মদ বারাকাতুল্লাহ এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন সরকারী তোলারাম কলেজ শাখার সহ-সভাপতি সোহেল হোসাইন,মোঃআনোয়ার হোসাইন,মোঃতানভীর,মোঃজুবাইর হোসেন,মোঃকাউসার আহম্মেদ,মোঃইকবাল হোসেন,আব্দুল হান্নান প্রমূখ