কোন ধরনের নোটিশ বা মাইকিং না করে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন অভিযান চালায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে ব্যবসায়ী।
তাদের বুক ফাঁটা কাঁন্না আর অভিযোগ নাসিক কর্তৃপক্ষের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত কিল্লারপুল দূর্গ এলাকায় অভিযান চালায় নাসিক কর্তৃপক্ষ। প্রায় অর্ধ শতাধিক প্রতিষ্ঠানে উচ্ছেদ ও ভাংচুর চালায়।
রুপালী ফাইবার গ্লাসের মালিক আব্দুর রহিম জানান,আমি ১৯৮৫ সাল হতে উক্ত জায়গায় ব্যবসা করে আসছি। প্রথমে ভাড়া নিয়ে চালালেও পরে ২০০১ বন্দোবস্ত দেয় সিটি কর্পোরেশন। বছরে দুইবার সিটি কর্পোরেশন কে নির্ধারিত চাঁদা দিয়ে থাকি। পুরাতন হোল্ডিং ছিল ৩৭/৪,সিটি কর্পোরেশন নতুন হোল্ডিং নাম্বার দেয় ৬০/৯।
সিটি কর্পোরেশন কোন ধরনের নোটিশ বা মাইকিং না করেই উচ্ছেদ অভিযান চালনা করায় আব্দুর রহিমের ১০ কোটি টাকার ক্ষতি হয় বলে জানান রহিম।
টাইলস ব্যবসায়ী মোঃ আশরাফুল ইসলাম জানান,তার এটা টাইলসের গোডাউন ছিল। কোন রকম নোটিশ ছাড়া উচ্ছেদ চালানোর কারনে আমার ১৫ লাখ টাকার ক্ষতি হলো। মাল সরিয়ে নিব কোন ভ্যান গাড়ি আসতে দিচ্ছেনা।
তাদের মতো সবার অভিযোগ আগে থেকে নোটিশ দিলে আমরা প্রস্তুতি গ্রহন করতে পারতাম।